বোরহানউদ্দিনে ৪ শিবিরকর্মী আটক
ভোলা: ভোলার বোরহানউদ্দিনে জামায়াত-শিবিরের ঝটিকা মিছিল থেকে ৪ শিবিরকর্মীকে আটক করেছে পুলিশ। সোমবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বোরহানউদ্দিন বাজার থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন সোহেল (২৬), হানিফ (২৩), হালিম (২৩) ও টবগী ইউনিয়ন শিবির সভাপতি হেলাল উদ্দিন (২৩)। আটককৃতদের মধ্যে একজনের বাড়ি পক্ষিয়া এবং বাকিদের বাড়ি টবগী ইউনিয়নে।
বোরহানউদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনায়েত হোসেন জানান, কেন্দ্রীয় নেতাদের মুক্তির দাবিতে বোরহানউদ্দিন বাজারে জামায়াত-শিবিরকর্মীরা মিছিল বের করে নাশকতামূলক কর্মকাণ্ড করার চেষ্টা করছিল। বিষয়টি টের পেয়ে পুলিশ ৪ শিবিরকর্মীকে আটক করে।