বোরহানউদ্দিনে বিএনপি- জামায়াতের ৫ শতাধিক নেতা কর্মীর বিরুদ্ধে ২ টি মামলা
ভোলা সংবাদদাতা : ভোলার বোরহানউদ্দিনে বিএনপি ও জামায়াতের নেতা কর্মীদের সাথে পুলিশের সংঘর্ষের ঘটনায় ৪৫ জনের নাম উল্লেখ করে ৫ শতাধিক নেতা কর্মীর নামে পৃথক দুটি মামলা হয়েছে।
বোরহান উদ্দিন থানার এস আই খায়ের বাদী হয়ে পুলিশ’র উপর হামলার অভিযোগে রোববার রাত ১২ টার দিকে একটি এবং জনগনের জান মালের ক্ষতির অভিযোগে স্থানীয় জনতার পক্ষে আবদুল মালেক নামের এক ব্যাক্তি বাদী হয়ে সোমবার সকালে একটি মামলা দায়ের করেন।
বোরহান উদ্দিন থানার অফিসার ইনচার্জ এনায়েত হোসেন মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।
উল্লেখ্য নির্বাচনকালীন নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে বিএনপির নেতৃত্বাধীন ১৮ দলীয় জোটের ডাকা হরতালের প্রথম দিনে সন্ধায় হরতালের পক্ষে বিপক্ষে মিছিলকে কেন্দ্র করে পুলিশ –আ’লীগ-বিএনপি-জামাত সংঘর্ষ ও ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এতে থানার অফিসার ইনচার্জ, ৫ পুলিশ, ২ বিএনপি কর্মী গুলিবিদ্ধসহ ৮০ জন নেতা কর্মী আহত হয়েছে। পরে পুলিশ ৮১ রাউন্ড শটগানের গুলি ও ১৫ রাউন্ড টিয়ারসেল নিক্ষেপ করে পরিস্ত্রিতি নিয়ন্ত্রনে নেন।
















