বোরহানউদ্দিনে পলিটেকনিক শিক্ষার্থী পুলিশ সংঘর্ষে আহত পথচারীর মৃত্যু
ভোলা সংবাদদাতা : ভোলার বোরহানউদ্দিনে ভোলা পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনায় আহত পথচারী আকমল হোসেন (২৫) সোমবার রাত ৮ টার দিকে বরিশাল শেরে-ই বাংলা চিকিৎসা মহাবিদ্যালয়ে (শেবাচিম) চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে।
নিহত আকমল হোসেন বোরহানউদ্দিন উপজেলার কাচিয়া ইউনিয়নের ১ নং ওয়ার্ডের বাসিন্দা দিন ইসলামের ছেলে।
বোরহানউদ্দিন থানার অফিসার ইনচার্জ (ওসি) মাঈনুল হাসান জানান, মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, এব্যাপারে ৯ জন চিহৃত আসামীসহ অজ্ঞাত একদেড়শ আসামী করে একটি হত্যা মামলা হয়েছে। থানা পুলিশ এমামলায় ৬ জনকে মঙ্গলবার সকালে গ্রেফতার করেছে।
প্রসঙ্গত, সোমবার সকালে ভোলা পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা দু’দফা দাবিতে ভালা-চরফ্যাশন সড়ক অবরোধ করে গাড়ি ভাঙচুর করে।
এ সময় শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের ধাওয়া, পাল্টা ধাওয়া ও সংঘর্ষে চলাকালে ইটের আঘাতে আকমল গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে বরিশাল শেবাচিম হাসপাতালে ভর্তি করা হয়।