বোমা বিস্ফোরণে আফগানে ৭ সৈন্য নিহত

10/02/2014 7:29 amViews: 4

কাবুল: রাস্তায় পেতে রাখার বোমা বিস্ফোরণে সাত  সেনা জওয়ান নিহত হলো৷এই ঘটনাটি ঘটেছে আফগানিস্থানের দক্ষিণ পশ্চিমাঞ্চলে৷ ফারাহ প্রদেশের দিলারাম জেলার  এই বিস্ফোরণটি ঘটে বলে জানান আফগান প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র জেনারেল আজিমি৷

গত ১২ বছর ধরে তালেবানরা সরকারি সৈন্যদের বিরুদ্ধে অসংখ্য হামলা চালিয়েছে৷ তবে এদিনের এই হামলার পিছনে কোনো ব্যাক্তি বা গোষ্ঠীর হাত রয়েছে কিনা সেকথা স্বীকার করেননি তিনি৷ তবে মার্কিন নেতৃত্বাধীন ন্যাটো বাহিনী সম্পূর্ণ প্রত্যাহার করার কথা রয়েছে এই বছরের শেষ লগ্নে৷ সেই লক্ষ্যকে সামনে রেখেই দেশের নিরাপত্তা বাহিনী আফগানিস্তানের বহু এলাকার দায়িত্ব গ্রহণ করেছে৷ তবে এখনো প্রায় ৫০ হাজার বিদেশী সৈন্য মোতায়েন রয়েছে৷- ওয়েবসাইট।

Leave a Reply