বোমার আগুনে জ্বলছে ইউক্রেনের খারকিভ শহর।

02/03/2022 8:43 pmViews: 5

বোমার আগুনে জ্বলছে ইউক্রেনের খারকিভ শহর। চারদিকে আগুনের লেলিহান শিখা। দাউ দাউ করে জ্বলছে। গোলার আঘাতে ধ্বংস হয়ে গেছে বাড়িঘর। আজ বুধবার স্থানীয় সময় সকাল ৮টা ১০ মিনিটের দিকে শহরটির পূর্ব দিকে নিহত হয়েছেন কমপক্ষে চারজন। পুলিশ, সিকিউরিটি সার্ভিস অব ইউক্রেন এবং কারাজিন ন্যাশনাল ইউনিভার্সিটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালায় রাশিয়া। এতে ইউনিভার্সিটির একটি ভবনে এবং পুলিশ স্টেশনে আগুন ধরে যায়। সেখান থেকে ধারণ করা ছবিতে দেখা যায়, আগুন নিয়ন্ত্রণে প্রাণপণ চেষ্টা করছেন অগ্নিনির্বাপক বাহিনী।

শহরের মেয়র বলেছেন, খারকিভকে চারপাশ থেকে আংশিক ঘেরাও করে রেখেছে রাশিয়ার সেনাবাহিনী। বর্তমানে ইউক্রেনের সেনাবাহিনী এই শহরকে বীরোচিতভাবে তাদের দখলে রেখেছে।

এই শহরে বসবাসকারীরা ইউক্রেনের আকাশসীমাকে বন্ধ করে দিতে ন্যাটোর প্রতি আহ্বান জানিয়েছেন। তারা বিবিসির কাছে বলেছেন, বেঁচে আছেন আকাশ থেকে রাশিয়ার বোমা হামলার মধ্যে। ইউক্রেনের দ্বিতীয় বৃহৎ শহর খারকিভে বসবাস করেন গ্লিব মাজেপাস নামে এক ব্যক্তি। তিনি বলেছেন, সারারাত বিমান থেকে ভারি বোমা হামলা হয়। তার বাড়ি থেকে এক কিলোমিটারের মধ্যে তিনবার বৃত্তাকার পথে ঘুরে ঘুরে এই হামলা চালায়। আগের দিন খারকিভের ফ্রিডম স্কয়ারে রকেট হামলার শব্দ শুনেছেন তিনি। তার ভাষায়- আমাদের মাথার ওপর হুইসেলের শব্দ শুনি। তারপরই বুম করে বোমা হামলা হচ্ছে। আমাদের বাসাটি বিস্ফোরণের ফলে বেশ কতক্ষণ দুলেছে।

এখন চারদিকে যেসব বিস্ফোরণের শব্দ হচ্ছে, তিনি মনে করেন তার প্রতিটিই রাশিয়ার হামলা। এই যুদ্ধে ইউক্রেনকে আন্তর্জাতিক সম্প্রদায় যে সমর্থন দিচ্ছে তার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন মাজেপাস। তবে তার দাবি ন্যাটোর আর একটু এগিয়ে আসা উচিত। ইউক্রেনের আকাশসীমাকে নো-ফ্লাই জোন ঘোষণা করা উচিত। তার আকুল আকুতি, দয়া করে আমাদের আকাশসীমাকে ক্ষেপণাস্ত্র এবং রাশিয়ার যুদ্ধবিমানের জন্য বন্ধ করে দিন। কারণ, তারা বোমা মেরে পুরো শহরকে ছাই বানিয়ে দেবে।

Leave a Reply