বোমাবাজির হরতাল, নিহত ৭

28/10/2013 6:43 pmViews: 24

hotal 28.10.13স্টাফ রিপোর্টার ॥ অসংখ্য বোমাবাজি ও দেশের কোথাও কোথাও দেশীয় অস্ত্র নিয়ে হামলার ভেতর দিয়ে হরতালের দ্বিতীয় দিন অতিবাহিত হলো। এর আগে কখনই এমন সহিংস হরতাল এদেশে পালিত হয়নি। যে সহিংসতায় রক্ষা পায়নি দিনমজুর থেকে নারী অবধি।’
টানা ৬০ ঘণ্টা হরতালের এই দ্বিতীয় দিনেও যানবাহন ভাংচুর, অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণসহ সারাদেশে ব্যাপক সহিংসতায় সোমবারও ৭ জন নিহত হয়েছে। আহত হয়েছে পুলিশসহ অর্ধশতাধিক। রাজধানীতে হরতালকারীদের তেমন কোন তৎপরতা না থাকায় জীবনযাত্রা ছিল প্রায় স্বাভাবিক। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সামনেসহ হরতাল সমর্থকরা রাজধানীর বিভিন্ন এলাকায় ককটেল বিস্ফোরণ করে আতঙ্ক সৃষ্টির চেষ্টা করে।
টাঙ্গাইলের মির্জাপুরে বিএনপির অভ্যন্তরীণ কোন্দল ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দু’গ্রুপের সংঘর্ষে আব্দুল আলীম (৪০) নামে এক যুবদল নেতা নিহত হয়েছেন। জামালপুরের ইসলামপুরে রামভদ্রা বাজারে বিএনপি ও আওয়ামী লীগের সংঘর্ষে শাহজাদা (৩০) নামে এক আওয়ামী লীগ কর্মী নিহত হয়েছে। ঝিনাইদহে বোমার আঘাতে নিহত হয়েছে জেলা বিএনপি নেতা ও ইউপি চেয়ারম্যান আবুল হোসেন (৫৬)। চাঁদপুরে পুলিশের রাবার বুলেটে আহত হয়ে হাসপাতালে মারা গেছে আরজু ঢালী (১৮) নামে এক ছাত্রদলকর্মী। লক্ষ্মীপুরে অভ্যন্তরীণ কোন্দলে যুবদলকর্মী জিন মিজান খুন হয়। কুলিয়ারচরে পুলিশের ছোড়া টিয়ারশেলের আঘাতে গুরুতর আহত যুবদলকর্মী হাসান (৩৫) নিহত হয়। সাতকানিয়া উপজেলার হাসমতের দোকান এলাকায় হরতালকারীদের ধাওয়ায় ট্রাক উল্টে নিহত হয় গাড়ির চালক ওয়াসিম (৩০)।
মির্জাপুরে বিএনপির দু’গ্রুপের সংঘর্ষে যুবদল নেতা নিহত ॥ নিজস্ব সংবাদদাতা মির্জাপুর থেকে জানান, টাঙ্গাইলের মির্জাপুরে বিএনপির অভ্যন্তরীণ কোন্দল ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দু’গ্রুপের সংঘর্ষে আব্দুল আলীম (৪০) নামে এক যুবদল নেতা নিহত হয়েছেন। সোমবার দুপুরে উপজেলার গোড়াই ইউনিয়নের সোহাগপাড়া বাজারে এ সংঘর্ষের ঘটনা ঘটে। নিহত আব্দুল আলীম মির্জাপুর উপজেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক। তাঁর বাড়ি এ উপজেলার গোড়াই ইউনিয়নের সোহাগপাড়া লালবাড়ি গ্রামে। পিতার নাম আব্দুর রহমান। এ ঘটনার পর বিএনপির দুই গ্রুপের মধ্যে ধাওয়া পাল্টাধাওয়া ও স্থানীয় বিএনপি অফিসে ভাংচুরের ঘটনা ঘটেছে।
জানা যায়, সকালে হরতালের সমর্থনে বিএনপি নেতা ফিরোজ হায়দার খান গ্রুপ ও আবুল কালাম আজাদ সিদ্দিকীর গ্রুপের সমর্থকরা গোড়াই শিল্পাঞ্চল এলাকায় হরতালের সমর্থনে মিছিল বের করলে দুই গ্রুপের মধ্যে ধাওয়া পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। এ সময় ফিরোজ গ্রুপের সমর্থকরা রাজিব নামে আবুল কালাম আজাদ সিদ্দিকীর এক সমর্থককে মারধর করে। এ ঘটনার জের ধরে দুপুরে আবুল কালাম আজাদ সিদ্দিকীর সমর্থকরা সোহাগপাড়া বাসস্ট্যান্ড এলাকায় আব্দুল আলীমের ওপর লাঠিসোঠা নিয়ে হামলা চালায়। এ সময় আব্দুল আলীম দৌড়ে একটি দোকান ঘরে পালালে হামলাকারীরা ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে আহত করে। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে কুমুদিনী হাসপাতালে নিয়ে এলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
জামালপুরে আওয়ামী লীগ-বিএনপি সংঘর্ষে আওয়ামী লীগ কর্মী নিহত ॥ নিজস্ব সংবাদদাতা জামালপুর থেকে জানান, ইসলামপুর উপজেলায় আওয়ামী লীগ-বিএনপি সংঘর্ষে এক আওয়ামী লীগকর্মী নিহত হয়েছে। পৃথক ঘটনায় গুলিবিদ্ধসহ আহত হয়েছে অন্তত ১২ জন। পিকেটিং করার সময় উপজেলা জামায়াতের আমিরসহ গ্রেফতার হয়েছে ৬ জন।
সকাল সাড়ে ৮টার দিকে ইসলামপুর উপজেলার নোয়ারপাড়া ইউনিয়নের রামভদ্রা বাজারে হরতাল চলাকালে ব্যবসা প্রতিষ্ঠান খোলা রাখাকে কেন্দ্র করে আওয়ামী লীগ ও বিএনপিকর্মীদের মধ্যে সংঘর্ষ শুরু হয়। এ সময় শাহাজাদা (৩০) নামে এক আওয়ামী লীগকর্মী ধারালো অস্ত্রের আঘাতে ঘটনাস্থলে মারা যায়। এ ঘটনায় অন্তত ১০ জন আহত হয়। আহতদের মধ্যে রমজান আলী (৩০), আসাদ (৪০) ইসলামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং শাহীন (২০), আনোয়ার (৩৫), বাদশা (৪৫), হেলাল উদ্দিন (২১), আশরাফকে (৩৬) জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনার তীব্র নিন্দা ও হত্যাকারীদের গ্রেফতারের দাবি জানিয়েছেন জামালপুর জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এ্যাডভোকেট বাকী বিল্লাহ। তিনি বলেছেন, নিহত শাহজাদা ওয়ার্ড আওয়ামী লীগকর্মী। স্থানীয় সাংসদ আলহাজ ফরিদুল হক খান দুলাল আওয়ামী লীগকর্মী শাহাজাদার হত্যাকারীদের অবিলম্বে গ্রেফতারের জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নির্দেশ দিয়েছে। শাহাজাদার হত্যার প্রতিবাদে ইসলামপুর আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠন প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিল করেছে। এদিকে মাদারগঞ্জ উপজেলায় হরতালের দ্বিতীয় দিনে পিকেটিং করার সময় উপজেলা জামায়াতের আমির আমিনুল ইসলামসহ ৬ জনকে গ্রেফতার করেছে পুলিশ। সরিষবাড়ী উপজেলার বাউশী বাজার এলাকায় আওয়ামী লীগ ও বিএনপিকর্মীদের মধ্যে ধাওয়া পাল্টাধাওয়ার ঘটনা ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ১২ রাউন্ড রাবার বুলেট ছোড়ে পুলিশ। এ সময় আল-আমীন নামে এক ছাত্রদলকর্মী গুলিবিদ্ধ হয়েছে। এ ছাড়াও মুক্তিযোদ্ধা আঃ কাদেরের মোবাইল ফোন ব্যবসা প্রতিষ্ঠানে জামায়াত-শিবির বিএনপি ক্যাডাররা ভাংচুর ও লুটপাট চালায়।
ঝিনাইদহে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হত্যা ॥ নিজস্ব সংবাদদাতা ঝিনাইদহ থেকে জানান, ঝিনাইদহের হরিণাকু- উপজেলা বিএনপির সভাপতি, জেলা বিএনপির সহসভাপতি ও দৌলতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল হোসেনকে (৫৬) কুপিয়ে ও বোমা মেরে হত্যা করা হয়েছে। দুপুর সাড়ে ১২টার দিকে ইউনিয়ন পরিষদ থেকে মোটরসাইকেলযোগে বাড়ি ফেরার পথে দখলপুর বাজারে পৌঁছলে তাঁকে নৃশংস হত্যাকা-ের ঘটনা ঘটে। এ হত্যাকা-ের প্রতিবাদে ১৮ দলীয় জোট আগামী বুধবার ঝিনাইদহ জেলায় সকাল-সন্ধ্যা হরতালের ডাক দিয়েছে। এছাড়া দুপুরেই বিএনপির বিক্ষুব্ধ নেতাকর্মীরা হরিণাকু- উপজেলা আওয়ামী লীগের অফিসে আগুন দিয়ে জ্বালিয়ে দেয় এবং কয়েকটি দোকান ভাংচুর ও আগুন দিয়ে পুড়িয়ে দেয়। বিএনপির দাবি আওয়ামী লীগ পরিকল্পিতভাবে এ হত্যাকা-ের ঘটনা ঘটিয়েছে। আওয়ামী লীগের পক্ষ থেকে পাল্টা বিবৃতি দেয়া হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক করতে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ, র‌্যাব ও বিজিবি মোতায়েন করা হয়েছে। এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। নিহত বিএনপি নেতা আবুল হোসেন হরিণাকু- উপজেলার মহারাজপুর গ্রামের আব্দুল গফুর ম-লের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বিএনপি নেতা আবুল হোসেন ইউনিয়ন পরিষদ কার্যালয় থেকে মোটরসাইকেলযোগে বাসায় ফিরছিলেন। পথিমধ্যে দখলপুর বাজারের ব্রিজের নিকট পৌঁছলে অস্ত্রধারী সন্ত্রাসীরা আবুল হোসেনকে লক্ষ্য করে দুইটি বোমা ছুড়ে মারে। বোমার স্পিøন্টারে আবুল হোসেন মোটরসাইকেল থেকে পড়ে যান। এর পর সন্ত্রাসীরা তাকে উপর্যুপরি কুপিয়ে হত্যা নিশ্চিত করে পালিয়ে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করে। এ হত্যাকা-ের খবর ছড়িয়ে পড়লে হরিণাকু- উপজেলা আওয়ামী লীগ কার্যালয় আগুন দিয়ে জ্বালিয়ে দেয় বিক্ষুব্ধ বিএনপি নেতাকর্মীরা। এ সময় শহরের ১৫-১৬টি ব্যবসা প্রতিষ্ঠানে আগুন দেয়ার ঘটনা ঘটে। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। এ হত্যাকা-ের প্রতিবাদে ১৮ দলীয় জোটের পক্ষ থেকে আগামী বুধবার ঝিনাইদহ জেলায় সর্বাত্মক হরতাল আহ্বান করা হয়েছে।
চাঁদপুরে ত্রিমুখী সংঘর্ষে ১ জন নিহত ॥ নিজস্ব সংবাদদাতা চাঁদপুর থেকে জানান, চাঁদপুর শহরের পুরান বাজার নতুন রাস্তায় হরতাল সমর্থকদের সঙ্গে আওয়ামী লীগ, যুবলীগ সংঘর্ষের সময় পুলিশের রাবার বুলেটে আহত হয়ে হাসপাতালে মারা গেছে আরজু ঢালী (১৮) নামে এক ছাত্রদলকর্মী। নিহত আরজু পুরান বাজার রিফিউজি কলোনির মুকবুল ঢালীর ছেলে। সংঘর্ষে পুলিশসহ দুই দলের কমপক্ষে আহত হয়েছে ৫০ জন।
সকাল পৌনে ১০টায় হরতাল সমর্থকদের সঙ্গে যুবলীগ কর্মীদের ধাওয়া পাল্টাধাওয়া শুরু হয়। পুলিশ এসে ফাঁকা গুলি ছুড়লে উভয় দলের কর্মীরা ছত্র ভঙ্গ হয়ে যায়। পরে দুই দলের কর্মীরা আবার সু-সংগঠিত হয়ে পুরান বাজার নতুন রাস্তায় রিফিউজি কলোনি এলাকায় আওয়ামী লীগ ও বিএনপি রাস্তার দুই মাথায় অবস্থান নেয়। সেখানে কয়েক দফা সংঘর্ষের পর টহলরত পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে রাবার বুলেট ছোড়ে। ইটপাটকেলের আঘাতে পুলিশ কনস্টেবল সালাউদ্দিন (২৬) ও লুৎফুর (২৫) আহত হয়। একই সময় যুবদল কর্মী হাকীম আলী বেপারি (২৫) গুলিবিদ্ধ হয়ে আহত অবস্থায় চাঁদপুর সরকারী জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। তার অবস্থা আশঙ্কাজনক। এছাড়া সকাল ১০টায় যুবলীগ কর্মী ইমাম হোসেন (৩৯), মোঃ আল-আমিন (২৫), মোঃ শরীফ (২৫), সোহাগ (২৮), সুমন (১৮) ও রঞ্জন চন্দ্র দাস (২২) গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি হয়। শহরে অবস্থার অবনতি দেখে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মাসুদ সিদ্দিক দুপুর ১টা থেকে চাঁদপুর পৌর এলাকায় ১৪৪ ধারা জারি করেছে। অতিরিক্ত সতর্কতায় পুলিশের পাশাপাশি বর্ডারগার্ড শহরে টহলরত অবস্থায় রয়েছে। ছাত্রদল কর্মী আরজু নিহতের ঘটনায় চাঁদপুর জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক কাজী মোঃ ইব্রাহীম জুয়েল বিকেল ৩টায় কুমিল্লা রোডের কার্যালয়ে সাংবাদিক সম্মেলন করে মঙ্গল ও বুধবার ২দিন হরতাল ঘোষণা করেছে।
লক্ষ্মীপুরে অভ্যন্তরীণ কোন্দলে যুবদল কর্মী খুন ॥ নিজস্ব সংবাদদাতা লক্ষ্মীপুর থেকে জানান, লক্ষ্মীপুরে বিএনপির নিজেদের অভ্যন্তরীণ কোন্দলের জের ধরে নিজামউদ্দিন প্রকাশ শূটার মিজান ওরপে জিন মিজান খুন হয়েছে। রবিবার বিকেলে বাড়ি থেকে তুলে নিয়ে সদর উপজেলার দিঘলী বাজারের অদূরে হাত-পা বেঁধে শূটার মিজানকে গুলি করে ও কুপিয়ে হাত-পা গুঁড়িয়ে দেয়া হয়। একপর্যায়ে পিটিয়ে তাঁর অ-কোষ থেঁতলিয়ে দেয়া হয়। সদর উপজেলার পূর্বাঞ্চলের ত্রাস বিএনপি নেতা বাবুল বাহিনীর প্রধান আসাদুজ্জামান বাবুল বাহিনীর সন্ত্রাসীরা তার ওপর এ হামলা চালিয়ে মৃত ভেবে দিঘলী বাজারের অদূরে জলাশয়ের পার্শ্বে ফেলে যায়। পরে গ্রাম পুলিশ ও এলাকাবাসী তাকে উদ্ধার করে বিকেলে লক্ষ্মীপুর সদর হাসপাতালে ভর্তি করে। অবস্থার অবনতি ঘটলে রাতে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়ার পথে সে মৃত্যুর কোলে ঢলে পড়ে। নিহত নিজামের পিতার নাম হাফিজ উল্যাহ, সদর উপজেলার দক্ষিণ মান্দারীতে তার গ্রামের বাড়ি। নিহত শূটার মিজানের রবিন ও বৃষ্টি নামে দুটি অবুঝ শিশুসন্তান রয়েছে। প্রায় দু’মাস পূর্বে স্ত্রীর সঙ্গে তার ছাড়াছাড়ি হয়ে যায়। সদর উপজেলার দিঘলী ইউনিয়ন যুবদল সাধারণ সম্পাদক আবু ছিদ্দিক রাজু মিজানকে স্থানীয় ইউপি যুবদল কর্মী বলে দাবি করেছেন। অস্ত্র নিয়ে যাওয়ার ঘটনা নিয়ে বাবুলের সঙ্গে তার সম্পর্কের অবনতি ঘটে বলে স্থানীয় একটি সূত্র জানিয়েছে।
কুলিয়ারচরে যুবদলকর্মী নিহত ॥ নিজস্ব সংবাদদাতা কিশোরগঞ্জ থেকে জানান, সোমবার দুপুরে হরতালে পিকেটিং করার সময় কিশোরগঞ্জের কুলিয়ারচরের আগরপুর বাসস্ট্যান্ডে পুলিশের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের ধাওয়া পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। এ সময় হাসান (৩৫) নামে এক যুবদল কর্মী পুলিশের ছোড়া টিয়ারশেলের আঘাতে গুরুতর আহত হয়। তাকে আশঙ্কাজনক অবস্থায় বাজিতপুর জহুরুল ইসলাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে বিকেল ৫টার দিকে তার মৃত্যু হয়। সে উপজেলার রামদি ইউনিয়নের বাগপাড়া গ্রামের মৃত আবুল হাসিমের ছেলে। তবে কুলিয়ারচর থানার ওসি শ্বাসকষ্টের কারণে হাসানের মৃত্যু হয়েছে বলে দাবি করেন।
সাতকানিয়ায় ট্রাকচালক নিহত ॥ স্টাফ রিপোর্টার চট্টগ্রাম থেকে জানান, সাতকানিয়া উপজেলার হাসমতের দোকান এলাকায় গত রবিবার রাত ২টার দিকে হরতালকারীদের ধাওয়ায় ট্রাক উল্টে নিহত হয় ঐ গাড়ির চালক। তার নাম ওয়াসিম (৩০)। তিনি ট্রাক নিয়ে কক্সবাজারের দিকে যাচ্ছিলেন। রাতে আক্রান্ত হয় তার ট্রাক। পিকেটাররা ট্রাক লক্ষ্য করে এলোপাতাড়ি ইটপাটকেল ছুড়তে থাকে। এতে ট্রাকের সামনের কাচ ভেঙ্গে যায়। দ্রুত এলাকা ত্যাগ করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে ট্রাকচালক। একপর্যায়ে ট্রাকটি খাদে পড়ে গেলে এর চাপায় অকুস্থলে নিহত হন চালক ওয়াসিম। চট্টগ্রাম জেলা পুলিশের অতিরিক্ত সুপার (দক্ষিণ) নাজমুল হক ট্রাকচালক নিহত হওয়ার তথ্য নিশ্চিত করেছেন।
হরতালে ঢাকার চিত্র ॥ সকাল সাড়ে ৬টায় মিরপুর ১ নম্বর এলাকায় একটি ঝটিকা মিছিল বের করে কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটায় শিবিরকর্মীরা। সকাল সাড়ে ৮টায় বাড্ডার রাস্তায় পেট্রোল ঢেলে আগুন জ্বালিয়ে কয়েকটি ককটেল বিস্ফোরণ করে দ্রুত পালিয়ে যায় শিবিরকর্মীরা। রাজধানীর উত্তর বাড্ডা ফুজি টাওয়ারের সামনে দুপুরে আওয়ামী লীগের সমাবেশে তিনটি ককটেল বিস্ফোরণ করে হরতালকারীরা। বেলা ১১টায় ইংলিশ রোডের রায়সাহেববাজার মোড়ে ১টি ককটেল বিস্ফোরণে আবদুর রহমান নামে এক রংমিস্ত্রী আহত হন।
পুরান ঢাকার নিম্ন আদালত এলাকায় কড়া নিরাপত্তা মধ্যেই দুর্বৃত্তরা দুইটি বোমা বিস্ফোরণ ঘটিয়েছে। এতে আদালত অঙ্গনে বিচারক, আইনজীবী ও বিচারপ্রার্থীদের মধ্যে আতঙ্ক সৃষ্টি করেছে তবে কোন হতাহতের ঘটনা ঘটেনি।
বেলা ৩টা ২০ মিনিটের দিকে ঢাকা জেলা জজের ১০তলা নতুন ভবনের বাঁ পাশে একটি বোমার বিস্ফোরণ ঘটে। ঘটনাস্থলের চারদিকে শতাধিক স্পিøন্টার ছড়িয়ে থাকতে দেখা যায়। ধারণা করা হচ্ছে ওই ভবনের ছাদ থেকে বোমা মেরে বিস্ফোরণ ঘটানো হয়।
বেলা পৌনে ২টায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সামনে হরতাল সমর্থকরা একটি ককটেল বিস্ফোরণ করে। দুপুর দেড়টায় বিজয়নগর আক্রাম টাওয়ারের নিচে ২ মোটরসাইকেল আরোহী পুলিশকে লক্ষ্য করে ২টি ককটেল বিস্ফোরণ করে। সোয়া ১টায় ঢাকা বিশ্ববিদ্যালয় দোয়েল চত্বরে ১টি এবং একই সময় পুরান ঢাকার নাজিমউদ্দিন রোডে একটি ককটেল বিস্ফোরণ করে পিকেটাররা। এ সময় ককটেলের আঘাতে সবুজ নামে এক পথচারী আহত হয়।
বেলা আড়াইটায় গুলশান ২ নম্বর গোল চত্বরে পুলিশ বুথের পেছনে পার্কিং করা একটি প্রাইভেটকার আগুন দিয়ে জ্বালিয়ে দেয় পিকেটাররা। একই সময়ে ফকিরাপুল পানির টাঙ্কির সামনে ককটেল বিস্ফোরণ করার ঘটনায় জড়িত থাকায় এক বিএনপিকর্মীকে ৬ মাসের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। বিকেল সোয়া ৩টায় ঢাকা জেলা জজ আদালতের নতুন ভবনের উত্তর পাশে একটি ভবনের ছাদে ২টি ককটেল বিস্ফোরণ করা হয়। বিকেল সোয়া ৪টায় রাজস্ব বোর্ডের ক্যান্টিনের পেছন থেকে একটি ককটেল উদ্ধার করে পুলিশ। বিকেল সাড়ে ৪টায় আজিমপুর এতিমখানার সামনে ৬টি ককটেল বিস্ফোরণ করে হরতাল সমর্থকরা। মগবাজার এলাকায় হরতালকারীদের ককটেল বিস্ফোরণে আহত হয়েছেন চ্যানেল টোয়েন্টি ফোরের রিপোর্টার রাশেদ নিজাম। তিনি ইউনাইটেড হাসপাতালে ভর্তি হয়েছেন।
হরতাল চলাকালে নয়াপল্টন বিএনপি কেন্দ্রীয় কার্যালয় ও এর আশপাশের এলাকা সোমবারও ছিল শান্ত। আগে থেকেই দলীয় কার্যালয়ে অবস্থান করছিলেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, অর্থনৈতিকবিষয়ক সম্পাদক আবদুস সালাম, সহ-দফতর সম্পাদক আবদুল লতিফ জনি, শামীমুর রহমান ও কৃষক দল নেতা শাহজাহান মিয়া সম্রাট। ভোরের দিকে তাদের মধ্যে কেউ কেউ মিছিল করার চেষ্টা করে পুলিশী বাধায় ব্যর্থ হন।
চট্টগ্রামে ব্যাপক বোমাবাজি ॥ স্টাফ রিপোর্টার চট্টগ্রাম থেকে জানান, নগরী ও জেলার বিভিন্ন স্থানে সংঘর্ষ, ধাওয়া পাল্টাধাওয়া ও ব্যাপক বোমাবাজির মধ্য দিয়ে সোমবার চট্টগ্রামে অতিবাহিত হয়েছে বিএনপির নেতৃত্বাধীন ১৮ দলের হরতালের দ্বিতীয় দিন। সাতকানিয়ায় পিকেটারদের ধাওয়ায় ট্রাক উল্টে নিহত হয়েছেন এক চালক। পটিয়ায় ত্রিমুখী সংঘর্ষে থানার ওসিসহ ১০ জন গুলিবিদ্ধ হয়েছেন। আহত হয়েছেন উভয় পক্ষের প্রায় ৫০ জন। হাটহাজারীতে পুলিশ, আওয়ামী লীগ ও বিএনপির মধ্যকার ত্রিমুখী সংঘর্ষে আহত হয়েছেন অন্তত ২৫ জন। বোয়ালখালী ও সীতাকু-ে হরতালের পক্ষে-বিপক্ষে বিএনপি-জামায়াত এবং আওয়ামী লীগের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। নগরীর বড়পোল এলাকায় বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমানের সভাস্থলেও হরতালকারীদের সঙ্গে আওয়ামী লীগ নেতাদের সংঘর্ষ হয়েছে।
পটিয়ায় ওসিসহ গুলিবিদ্ধ ১০ ॥ পটিয়ায় পুলিশ-বিএনপি ও আওয়ামী লীগের ত্রিমুখী সংঘর্ষে অর্ধশতাধিক নেতাকর্মী আহত হয়েছে। তন্মধ্যে ওসিসহ গুলিবিদ্ধ হয়েছেন ১০ জন। ওসি ছাড়া গুলিবিদ্ধ অন্যরা বিএনপির নেতাকর্মী। আহতদের চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল ও পটিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। আহতরা হলেন ওসি (তদন্ত) মোহাম্মদ নেয়ামত, কনস্টেবল মানিক, শহীদুল্লাহ, উপজেলা আ’লীগ সভাপতি আ ক ম শামসুজ্জামান, দক্ষিণ জেলা বিএনপির সহসভাপতি কর্নেল (অব) এনামুল হক এনাম প্রমুখ।
পাকুন্দিয়ায় হরতাল হয়নি ॥ হরতালের কোন প্রভাব পড়েনি কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় উপজেলায়। রাজনীতি সচেতন এলাকা হিসেবে চিহ্নিত এ উপজেলার সর্বত্র ছিল স্বাভাবিক অবস্থা। নারান্দী উচ্চ বিদ্যালয় মাঠে হরতালবিরোধী এক সমাবেশে বক্তব্য রাখেন থানা আওয়ামী লীগ নেতা-রফিকুল ইসলাম রেনু, এ্যাডভোকেট হুমায়ুন কবীর, মতিউর রহমান মতি, শফিকুল ইসলাম, মোতায়েম হোসেন স্বপন, বাবুল আহমেদ ও জেলা শ্রমিকলীগ উপদেষ্টা আতাউল্লাহ সিদ্দিক মাসুদ।
টঙ্গী ॥ টঙ্গীর চেরাগআলী মার্কেট ও কলেজ গেট এলাকায় হরতালকারীদের সঙ্গে পুলিশের দু’দফা সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষ চলাকালে সিএনজিতে আগুন, অসংখ্য ককটেল বিস্ফোরণ, টিয়ারশেল নিক্ষেপ ও ফাঁকা গুলিবর্ষণের ঘটনা ঘটে। এ সময় ২ পুলিশসহ আহত হয় ৪ জন।
সাভার ॥ হরতালে গাড়ি পোড়ানোর অভিযোগে সাবেক সংসদ সদস্য দেওয়ান সালাউদ্দিনসহ ২১ জনের নামে সাভার থানায় ৩টি ও আশুলিয়া থানায় ১টি মামলা হয়েছে।
চাপাইনবাবগঞ্জ ॥ সকালে এক আওয়ামী লীগ নেতার বাড়িতে হরতালকারীরা হামলা চালিয়ে ভাংচুর ও অগ্নিসংযোগের চেষ্টা করে।
সাতক্ষীরা ॥ উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত আহ্বায়ক ফিরোজ আহমেদ স্বপন ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টুর বাড়ি ভাংচুর করেছে হরতাল সমর্থকরা। সাবেক সংসদ সদস্য বিএনপি নেতা হাবিবুল ইসলাম হাবিবের বাড়ি ভাংচুর করা হয়েছে। আওয়ামী লীগের বিক্ষুব্ধ নেতাকর্মীরা সোমবার দুপুরে কলারোয়া পৌরসভার সামনে তার নিজস্ব বাসভবনে হামলা চালায়। এ সময় তারা ঘরের জানালা-দরজা ভাংচুর করে।
নোয়াখালী ॥ দুই দিনে আড়াই শ’ ব্যবসা প্রতিষ্ঠানে হামলা, ভাংচুর, অগ্নিসংযোগ করেছে হরতালকারীরা। প্রতিবাদে ব্যবসায়ীরা বিক্ষোভ মিছিল করেছে।
মুন্সীগঞ্জ ॥ হরতালে সহিংসতায় জেলা বিএনপির সাধারণ সম্পাদকসহ ১০৬ নেতাকর্মীর বিরুদ্ধে মুন্সীগঞ্জের সিরাজদিখান ও গজারিয়া থানায় মামলা হয়েছে। পুলিশ গ্রেফতার করেছে ৭ জনকে।
পিরোজপুর ॥ পিরোজপুরে জামায়াত-বিএনপির হামলায় আওয়ামী লীগের ১০ নেতাকর্মী আহত হয়েছে। হরতালকারীরা আওয়ামী লীগ, যুবলীগ কার্যালয় ভাংচুর, অগ্নিসংযোগ করেছে। সংঘর্ষ ও তা-বলীলা থামাতে পুলিশ ২৪ রাউন্ড ফাঁকা গুলি করেছে।
রাজশাহী ॥ রাজশাহী নগরীতে পিকেটারদের সঙ্গে পুলিশের ধাওয়া পাল্টাধাওয়া ও সংঘর্ষের ঘটনায় নগর বিএনপির সাধারণ সম্পাদকসহ অন্তত ১০ নেতাকর্মী আহত হয়েছেন।
গফরগাঁও ॥ গফরগাঁওয়ে বিএনপির সাড়ে ৬শ’ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা হয়েছে। ভ্রাম্যমাণ আদালতে ১ জনের ৬ মাসের জেল হয়েছে।
কক্সবাজার ॥ কক্সবাজারে হরতালের দ্বিতীয় দিনে ১৫টি গাড়ি ভাংচুর করেছে হরতালকারীরা।
নেত্রকোনা ॥ নেত্রকোনার আটপাড়ায় আওয়ামী লীগ অফিস ও বঙ্গবন্ধুর ছবি ভাংচুর করেছে হরতালকারীরা। এ ঘটনার পর সদরে বিএনপি নেতাকর্মীদের বাসা-বাড়িতে হামলা হয়েছে।
টাঙ্গাইল ॥ টাঙ্গাইলের গোপালপুরে হরতাল সমর্থকদের সঙ্গে পুলিশের সংঘর্ষে ছাত্রদলের ৪ জন গুলিবিদ্ধ হয়েছে। আহত হয়েছে অন্তত ১০ জন।
সিরাজগঞ্জ ॥ সিরাজগঞ্জে শিবির রাস্তায় আগুন জ্বালিয়ে মিছিল করে এবং ককটেল বিস্ফোরণ করে।
লালমনিরহাট ॥ লালমনিরহাটে হরতালকারীরা রেললাইন তুলে ফেলায় যাত্রীবাহী ট্রেন লাইনচ্যুত হয়ে চালকসহ ২৫ যাত্রী আহত হয়েছে।
পাবনা ॥ জেলায় হরতালের দ্বিতীয় দিনে পিকেটারদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটেছে। দুই পুলিশসহ আহত হয়েছে ১৫ জন। ১০ রাউন্ড ফাঁকা গুলি করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
রাজশাহী ॥ রাজশাহীর বাঘায় রোগী নামিয়ে এ্যাম্বুলেন্স ভাংচুর করে চালককে পিটিয়েছে হরতাল সমর্থনকারীরা। ঐতিহাসিক মাহী মসজিদে নাশকাতর পরিকল্পনা করার অভিযোগ উঠেছে।
নরসিংদী ॥ এ জেলায় হরতাল সমর্থনকারীরা জেলা প্রশাসকের কার্যালয়ের ককটেল মেরেছে। গাড়ি ভাংচুর করেছে তারা। নাশকতার ঘটনায় দুই শিবির আটক।
বরগুনা আমতলী ॥ বরগুনা জেলার আমতলী ও তালতলীতে ১৮ দলীয় জোটের নেতাকর্মীদের সঙ্গে ১৪ দলীয় জোটের নেতাকর্মীদের সংঘর্ষের ঘটনা ঘটেছে। আহত হয়েছে ২৫ জন। গ্রেফতার করা হয়েছে ১৩ জনকে।
ভালুকা ॥ হরতালের পক্ষে মিছিল ও মোটরসাইকেল শোভাযাত্রা করে ১৮ স্থানীয় বিএনপি নেতা।
গাইবান্ধা ॥ হরতালের দ্বিতীয় দিন গাইবান্ধায় মিছিল ও সমাবেশ করেছে ১৮ দলীয় জোটের নেতাকর্মীরা।
বগুড়া ॥ দ্বিতীয় দিনের হরতালে আদালতপাড়ায় ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে ১৮ দলীয় জোটের কর্মীরা। কয়েকটি গাড়ি ভাংচুর করেছে তারা।
ব্রাহ্মণবাড়িয়া ॥ জেলা শহর ও আশুগঞ্জে সংঘর্ষের ঘটনা ঘটেছে। আহত হয়েছে ১৫ জন। বাসাবাড়ি, গাড়ি ভাংচুরের ঘটনা ঘটেছে।
কুমিল্লা চৌদ্দগ্রাম ॥ হরতালের পক্ষে মিছিল বের করে চৌদ্দগ্রাম স্থানীয় বিএনপি নেতাকর্মীরা।
যশোর ॥ এ জেলায় নতুন হাটে পুলিশকে লক্ষ্য করে বোমা নিক্ষেপ করেছে হরতাল সমর্থনকারীরা। আত্মরক্ষার স্বার্থে পুলিশ গুলি করে বলে জানা গেছে।
মুন্সীগঞ্জ ॥ ঢাকার অদূরে এ জেলায় হরতালের দ্বিতীয় দিন গাড়ি ভাংচুর ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।
নারায়ণগঞ্জ ॥ জেলা শহরের কালরবাজার ও ফতুল্লায় বিএনপি-জামায়াত জোটের নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটেছে। আহত হয়েছে ১৫ জন।
কেরানীগঞ্জ ॥ ঢাকার কেরানীগঞ্জে হরতালের সমর্থনে মিছিল করেছে স্থানীয় ছাত্রদল।
সাভার ॥ সাভার ও ধামরাইয়ে উভয় দলের মধ্যে ধাওয়া পাল্টাধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। গাড়ি ভাংচুর করেছে ১৮ দলীয় জোটের নেতাকর্মীরা।
জয়পুরহাট ॥ জয়পুরহাটে বিএনপি-জামায়াত-আওয়ামী লীগ পুলিশের মধ্যে ত্রিমুখী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে পুলিশসহ আহত হয়েছে অর্ধশতাধিক। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ১৪৪ ধারা জারি করা হয়েছে।
সিরাজগঞ্জ ॥ জেলার সয়দাবাদে গাছ ফেলে সড়ক অবরোধ করে হরতাল সমর্থনকারীরা। এ ছাড়া অফিসার স্টাফ কোয়ার্টার ও ডাকবাংলোর সামনে ককটেল বিস্ফোরণ ঘটায় দুর্বৃত্তরা।
কুড়িগ্রাম ॥ জেলা বিএনপি নেতাদের নেতৃত্বে হরতালের পক্ষে মিছিল ও সমাবেশ করেছে ১৮ দলীয় জোট।
কুমিল্লা ॥ সোমবার জেলার মহানগরীর কান্দিরপাড়, চকবাজার, কাঁটাবিল ও নুরপুর এলাকায় পুলিশের সঙ্গে বিএনপি ও জামায়াত-শিবিরের দফায় দফায় সংঘর্ষ হয়। এতে হাসপাতাল-দোকানপাট ভাংচুরসহ কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার (দক্ষিণ) আলী আশ্রাফ ভূঁইয়া, সহকারী পুলিশ সুপার (সার্কেল) জাহাঙ্গীর আলম, কোতোয়ালি মডেল থানার ওসি মহিউদ্দিন মাহমুদ, ওসি (তদন্ত) সামসুজ্জামান ও ৩ কনস্টেবলসহ ৭ পুলিশ আহত হয়েছে।
মানিকগঞ্জ ॥ হরতালকারীদের দেয়া আগুনে পুড়ে গেছে প্রতিবন্ধীদের পরিবহনের কাজে ব্যবহৃত একটি লেগুনা গাড়ি। রবিবার মধ্যরাতে মানিকগঞ্জ শহরের বেউথা এলাকায় অটিস্টিক ও বুদ্ধিপ্রতিবন্ধী পুনর্বাসন নিবাসের (রহম) লেগুনা গাড়িটিতে আগুন দেয় হরতালকারীরা। আগুনের এ ঘটনায় ওই প্রতিষ্ঠানের পক্ষ থেকে একটি মামলা করা হয়েছে।
পঞ্চগড় ॥ জেলার বোদা উপজেলার মাড়েয়ায় হরতালকারীরা স্থানীয় শ্রমিকলীগ অফিস ভাংচুর ও মোটরসাইকেলে অগ্নিসংযোগের ঘটনায় আওয়ামী লীগের সঙ্গে ১৮ দলের নেতাকর্মীদের সংঘর্ষ বাঁধে। এতে উভয় পক্ষের ৫ জন আহত হয়েছে বলে জানা গেছে। এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। যে কোন সময় আরও বড় ধরনের সংঘর্ষের আশঙ্কা করা হচ্ছে।
যশোর ॥ শহরের চাঁচড়া মোড়ে বিএনপি, আওয়ামী লীগ ও পুলিশের ত্রিমুখী সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছেন। সোমবার সকাল ১০টার দিকে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় হরতাল সমর্থকরা ৩টি বোমার বিস্ফোরণ ঘটায় ও অন্তত ৫টি দোকান ভাংচুর করে।
ঈশ্বরদী ॥ হরতালের দ্বিতীয় দিন সোমবারও হরতালকারীরা ভাঙচুর ও অগ্নিসংযোগ ঘটিয়েছে। তারা ট্রাফিক মোড়ের আওয়ামী লীগ সমর্থিত ব্যবসায়ীদের ৪-৫টি দোকান ভাংচুর করে।
কিশোরগঞ্জ ॥ জেলার বাজিতপুরে সোমবার ১৮ দলের ডাকা দ্বিতীয় দিনের হরতালে উপজেলা সদর বাজার, সরারচর, হালিমপুর, পিরিজপুরসহ পার্শ্ববর্তী এলাকায় আওয়ামী লীগ, বিএনপি ও পুলিশের মধ্যে ত্রিমুখী সংঘর্ষ হয়েছে। প্রায় তিন ঘণ্টাব্যাপী সংঘর্ষে ৩ পুলিশসহ অন্তত শতাধিক আহত হয়েছে। ঘটনায় আওয়ামী লীগের ৭ জন ও বিএনপির ২ কর্মী গুলিবিদ্ধ হয়।
সীতাকু- ॥ পুলিশের গুলিতে দুই মহিলা গুলিবিদ্ধ এবং অঘোষিত ১৪৪ ধারা জারি হওয়ার ঘটনা ঘটেছে। গুলিবিদ্ধ হওয়া সাহেদা বেগম (৪৬) ও নুর নাহার বেগমকে (৫৫) সীতাকু- উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় পুলিশ ঘটনাস্থল থেকে ৮ জনকে আটক করেছে।
ভোলা ॥ সোমবার সকালে ভোলার বোরহানউদ্দিন উপজেলায় পুলিশের সঙ্গে হরতাল সমর্থকদের ধাওয়া পাল্টাধাওয়ার ও সংঘর্ষের ঘটনা ঘটনা ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ৭ রাউন্ড শটগানের গুলি ছুড়েছে। এ সময় পুলিশসহ অন্তত ৩০ জন আহত হয়েছে।
নাটোর ॥ হরতাল চলাকালে আওয়ামী লীগ ও বিএনপির সংঘর্ষে সাংবাদিকসহ আহত হয়েছে অন্তত ১০ জন। এ সময় ১০-১৫টি ককটেল ও গুলিবর্ষণের শব্দ শোনা যায়। সংঘর্ষে আরটিভির নাটোর প্রতিনিধি তোফাজ্জল হোসেন আহত হন।
লক্ষ্মীপুর ॥ সড়ক অবরোধ, ককটেল বিস্ফোরণ, ভাংচুর, অগ্নিসংযোগে ও লাঠি মিছিলের মধ্য দিয়ে লক্ষ্মীপুরে দ্বিতীয় দিনের মতো হরতাল পালিত হয়েছে।
বগুড়া ॥ সোমবার নন্দীগ্রাম উপজেলায় হরতাল চলাকালে বিএনপির দু’গ্রপের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে ৫ জন আহত হয়। এ সময় ককটেল বিস্ফোরণ ও ভাংচুর হয়। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে রাবার বুলেট ও টিয়ারশেল নিক্ষেপ করে।
খুলনা ॥ হরতালের দ্বিতীয় দিন সোমবার সকালে খুলনায় শিবিরকর্মীরা পুলিশের ওপর হামলা চালায়। পুলিশের গাড়ি ও শ্রমিকলীগের অফিস ভাংচুর এবং ককটেল বিস্ফোরণ ঘটিয়ে এলাকায় আতঙ্ক সৃষ্টি করে।
দিনাজপুর ॥ হরতালের দ্বিতীয় দিন দিনাজপুরে পিকেটাররা ৩২টি যানবাহন ভাংচুর করেছে। ৩ পুলিশ সদস্য আহত হয়েছে। আওয়ামী লীগ নেতার বাড়ি ভাংচুর করে আগুন লাগিয়ে দিয়েছে জামায়াত-শিবির ক্যাডাররা। নাশকতামূলক ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে পুলিশ ১৮ জনকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করেছে।
নওগাঁ ॥ পোরশা উপজেলার শিশাবাজারে হরতালের পক্ষে-বিপক্ষে বিক্ষোভ মিছিল বের করলে স্থানীয় আওয়ামী লীগ ও বিএনপি নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ বাঁধে। এতে উভয় দলের অন্তত ১০ নেতাকর্মী আহত হয়েছে বলে দলীয় সূত্র দাবি করেছে। এই সংঘর্ষ ঠেকাতে পুলিশ সেখানে ৪ রাউন্ড টিয়ারশেল নিক্ষেপ করে সংঘর্ষকারীদের ছত্রভঙ্গ করে দেয়।
ভৈরব ॥ হরতাল কর্মসূচীর দ্বিতীয় দিন সোমবার সকালে ভৈরবের ঢাকা-সিলেট মহাসড়কের বাসস্ট্যান্ড দুর্জয় মোড়ে পুলিশ-পিকেটার ধাওয়া পাল্টাধাওয়ায় তিন পুলিশসহ ৬ জন আহত হয়।

Leave a Reply