বৈশাখের আগেই মাহির ঝড়
শুরু থেকেই ভিন্ন ভিন্ন চরিত্রে অভিনয় করে সমালোচকদের দৃষ্টি কাড়েন মাহিয়া মাহি। পরপর তিনটি রোমান্টিক ঘরানার চলচ্চিত্রে অভিনয় করে আলোচনায় চলে আসেন তিনি। শাকিব খানের বিপরীতে ‘ভালোবাসা আজকাল’, বাপ্পির সঙ্গে ‘তবুও ভালোবাসি’ এবং ‘কী দারুণ দেখতে’ ব্যতিক্রমী অভিনয় দিয়ে দর্শকদের আকৃষ্ট করতে সমর্থ হন। এর পরপরই শুরু হয় ‘অগ্নি’ ঝড়। ‘অগ্নি’র সাফল্যে শেষ হতে না হতেই ‘দবির সাহেবের সংসার’। এই চলচ্চিত্রে প্রথমবারের মতো কমেডি চরিত্রে অভিনয় করছেন মাহি।
জাকির হোসেন রাজু পরিচালিত এ চলচ্চিত্রটি আগামী ৪ এপ্রিল শতাধিক প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে। পহেলা বৈশাখকে কেন্দ্র করেই চলচ্চিত্রটি মুক্তি দিতে যাচ্ছে প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়া। তাই বৈশাখের আগেই শুরু হচ্ছে মাহির ঝড়।
‘দবির সাহেবের সংসার’ চলচ্চিত্রটির নাম ভূমিকায় অভিনয় করেছেন আলীরাজ। এখানে কাজের মেয়ের চরিত্রে অভিনয় করেছেন মাহি। মাহি অভিনীত চরিত্রটির নাম ‘চুমকি’। অন্যদিকে বাপ্পি ‘কুদ্দুস’ ও নবাগত অভিনেতা আসিফ ইমরোজ ‘আক্কাছ’ চরিত্রে অভিনয় করেছেন।
চলচ্চিত্রটির কাহিনী গড়ে উঠেছে, দবির সাহেব নামে একজন অবসরপ্রাপ্ত বিচারকের পরিবারকে কেন্দ্র করে। দবির সাহেবের বাড়িতে গৃহকর্মীর চাকরি পায় কুদ্দুস, চুমকি ও আক্কাছ। কুদ্দুস ও আক্কাছের চাকরির শর্ত হলো, একমাসের ভেতরে যে ভালো কাজ করবে তার চাকরি স্থায়ী হবে। আর যে খারাপ করবে তাকে চাকরি খোয়াতে হবে। এ নিয়ে কুদ্দুস ও আক্কাছের মধ্যে রেষারেষি লেগেই থাকে। তাদের এই দ্বন্দ্ব আরও বেড়ে যায় চুমকিকে নিয়ে। তারা দুজনেই চুমকিকে ভালোবাসে। দবির সাহেবের হাস্যরসাত্মক নানা কর্মকান্ডের সঙ্গে তাদের তিনজনের দ্বন্দ্বযুদ্ধে এগিয়ে যায় গল্প।
এদিকে ‘অগ্নি’র মতো ‘দবির সাহেবের সংসার’ও মুক্তির আগেই সাড়া ফেলেছে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে। তাই একের পর এক সাফল্যে উচ্ছ্বাস প্রকাশ করে মাহি বলেন, ‘নিজেকে ভাগ্যবতী ছাড়া আর কিছুই বলতে পারছি না। আমার প্রত্যাশার চেয়েও অনেক বেশি ভালোবাসা দর্শকদের কাছ থেকে পেয়েছি। এতো ভালোবাসার পরেও মনে হচ্ছে দবির সাহেবের সংসার চলচ্চিত্রটি দর্শকদের নতুনমাত্রার বিনোদন দিবে।’
মাহি আরো বলেন, ‘শুধু গল্প কিংবা লোকেশন নয়, চলচ্চিত্রটির গানেও রয়েছে ব্যতিক্রমি ছোঁয়া। সব মিলিয়ে চলচ্চিত্রটি নিয়ে আমার প্রত্যাশাও বেশি।’
চলচ্চিত্রটিতে গান রয়েছে ৪টি। সংগীত পরিচালনা করেছেন শফিক তুহিন। এই চলচ্চিত্রের একটি আইটেম গানেও পারফর্ম করেছেন মাহি।