বৈদেশিক মুদ্রার রিজার্ভ ১৮০৫ কোটি ডলার ছাড়িয়েছে

19/12/2013 5:38 pmViews: 5

বাংলাদেশ ব্যাংকে বৈদেশিক মুদ্রার রিজার্ভ এক হাজার ৮০৫ কোটি ডলার ছাড়িয়েছে। সংরক্ষিত বৈদেশিক মুদ্রার রিজার্ভের এই অংক বাংলাদেশের ইতিহাসে সর্বোচ্চ রেকর্ড। এর আগে কখনো বৈদেশিক মুদ্রার রিজার্ভ এই পর্যায়ে আসেনি।

বৃহস্পতিবার দুপুরে বৈদেশিক মুদ্রার রিজার্ভ এই পর্যায়ে যায়।

বাংলাদেশ ব্যাংক সূত্র জানায়, এর আগে এ বছরের ২২ অক্টোবর সংরক্ষিত বৈদেশিক মুদ্রার রিজার্ভ এক হাজার ৭০০ কোটি ডলার ছাড়িয়েছিল। রিজার্ভের এই অবস্থা সার্কভুক্ত দেশে দ্বিতীয়। প্রথম অবস্থানে আছে ভারত। বর্তমানের এই রিজার্ভ দিয়ে দেশের ছয় মাসের সব পরিমাণ আমদানি-ব্যয় মেটানো সম্ভব বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক।

Leave a Reply