বেসিক ব্যাংকের ৬ কর্মকর্তা বরখাস্ত

17/04/2014 9:20 pmViews: 11

 

BASIC BANK LIMITED ঢাকাঃ অনিয়ম ও দুর্নীতির অভিযোগে রাষ্ট্রীয় খাতের বেসিক ব্যাংকের ডিএমডি, জিএম ও ডিজিএমসহ ৬ কর্মকর্তা সাময়িক বরখাস্ত করেছে।

 

গত মঙ্গলবার ব্যাংটির পরিচালনা পর্ষদ এক বৈঠকে এ সিন্ধান্ত নেয়া হয়।

 

বৃহস্পতিবার বেসিক ব্যাংক এ সংক্রান্ত একটি অফিস আদেশ জারি করে।

 

বরখাস্তকৃতরা হলেন, ডিএমডি মোনায়েম খান, জেনারেল ম্যানেজার (জিএম)খন্দকার শামীম হাসান, জয়নুল আবেদীন চৌধুরী, মোহাম্মদ আলী, ডিজিএম শিপার আহমেদ এবং ডেপুটি ম্যানেজার জাহিদ হাসান।

 

এদিকে অনিয়ম-দুর্নীতি আর ঋণ জালিয়াতির মাধ্যমে বিশেষায়িত রাষ্ট্রায়ত্ত বেসিক ব্যাংক থেকে হাজার হাজার কোটি টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ উঠেছে ব্যাংকটির চেয়ারম্যান, এমডিসহ ঊর্ধ্বতন কর্মকর্তার বিরুদ্ধে।

 

বাংলাদেশ ব্যাংকের বেশ কয়েকটি পরিদর্শন প্রতিবেদনে এ  অনিয়ম ধরা পড়ে। তবে চেয়ারম্যান, এমডির বিরুদ্ধে অভিযোগ উঠলেও তাদের বিষয়ে কোনো ব্যবস্থা নেয়নি ব্যাংকের পরিচালনা পর্ষদ।

 

উল্লেখ, সম্প্রতি বাংলাদেশ ব্যাংক এক পরিদর্শন চালিয়ে বৈদেশিক লেনদেনে ব্যাপক অনিয়ম উদ্ঘাটন করেছে। এতে ব্যাংকের গুলশান শাখায় প্রায় ১০ লাখ ডলার বা ৭ কোটি ৬১ লাখ টাকার রফতানিমূল্য দীর্ঘদিন ধরে অফেরত অবস্থায় রয়েছে। রফতানিমূল্য অপ্রত্যাবাসিত থাকলেও শাখা সুকৌশলে প্রধান কার্যালয় ও বাংলাদেশ ব্যাংকে কোনো তথ্য জানায়নি। কেন্দ্রীয় ব্যাংক এ অর্থ বিদেশে পাচারের আশঙ্কা করছে।এছাড়াও বিভিন্ন প্রতিষ্ঠানের খেলাপিযোগ্য আরো ৬৬৩ কোটি টাকা ঋণের তথ্য পাওয়া গেছে, যা ৩১ মার্চ ’১৪ ভিত্তিক প্রতিবেদনে খেলাপি হিসেবে দেখানোর নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

 

এদিকে বেসিক ব্যাংকের গুলশান শাখা থেকে ভুয়া পাঁচ প্রতিষ্ঠানের নামে ৩৩৮ কোটি টাকা হাতিয়ে নিয়েছেন জনৈক জুয়েল নামের এক ব্যক্তি। ভুয়া ওই প্রতিষ্ঠানগুলোর ঋণের টাকা ফেরত পাওয়ার সম্ভাবনা অনিশ্চিত বলে কেন্দ্রীয় ব্যাংকের পরিদর্শন প্রতিবেদন সূত্রে জানা গেছে। এসব ঘটনার সঙ্গে ব্যাংকটির চেয়ারম্যান, এমডিসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা জড়িত বলে অভিযোগ উঠেছে।

Leave a Reply