বেসিক ব্যাংকের ৩ ডিএমডিসহ বরখাস্ত ৪
ঋণ কেলেঙ্কারির কারণে রাষ্ট্রীয় মালিকানাধীন বেসিক ব্যাংকের তিন উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) ও এক মহাব্যবস্থাপককে (জিএম) বরখাস্ত করা হয়েছে।
এরা হলেন- ব্যাংকটির ডিএমডি মেজর (অব.) মো. রুহুল আলম, ফজলুস সোবহান, ও মো. সেলিম এবং মহাব্যবস্থাপক (জিএম) মো. মাহবুবুল আলম।
বুধবার তাদের কাছে এ সক্রান্ত চিঠি পাঠানো হয়েছে বলে ব্যাংকের একটি সূত্র নিশ্চিত করেছে।
ওই সূত্র আরও জানায়, মঙ্গলবার ব্যাংকের পরিচালনা পর্ষদের সভায় এসব কর্মকর্তাকে অপসারণের বিষটি চূড়ান্ত হয়। একটি মামলা পরিচালনার জন্য অতিরিক্ত দুই জন আইনজীবী নিয়োগ দিয়ে ব্যাংকের ২৬ লাখ টাকা ক্ষতির দায়ে তাদেরকে অপসারণের করা হয়েছে।
ডিএমডি ফজলুস সোবহান চিঠি পাওয়ার কথা স্বীকার করেছেন।
ব্যাংকটির একটি সূত্রটি জানায়, গত ২৩ নভেম্বর এসব কর্মকর্তাকে একটি কারণ দর্শানোর চিঠি দেয় ব্যাংক কর্তৃপক্ষ। আজকের পর্ষদ সভায় তাদের প্রত্যেকের বক্তব্য নিয়ে আলোচনার পর অপসারণের চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হয়।
প্রসঙ্গত, বেসিকের ঋণ কেলেঙ্কারির সঙ্গে সম্পৃক্ততার দায়ে তাদের মধ্যে সাবেক সেনা কর্মকর্তা রুহুল আলম ছাড়া অন্য সবার বিরুদ্ধে দুদকের মামলা রয়েছে।