বেসরকারি বিশ্ববিদ্যালয়ে প্রস্তাবিত কর বাতিল করুন : শিবির

20/06/2015 1:57 pmViews: 5
বেসরকারি বিশ্ববিদ্যালয়ে প্রস্তাবিত কর বাতিল করুন : শিবির

২০ জুন, ২০১৫

বেসরকারি বিশ্ববিদ্যালয়ে সরকারের ১০ভাগ কর আরোপ প্রস্তাব অবিলম্বে বাতিলের আহবান জানিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির।

শনিবার ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি আবদুল জব্বার ও সেক্রেটারি জেনারেল আতিকুর রহমান গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে সরকারের প্রতি এই আহবান জানান।

বিবৃতিতে শিবির নেতৃবৃন্দ বলেন, দেশের শিক্ষা ব্যবস্থা আজ চরম সংকটকাল অতিক্রম করছে। সরকার কর্তৃক শিক্ষাকে রাজনীতি করণ, প্রশ্নপত্র ফাঁস, দুর্নীতি, অবৈধ নিয়োগ ও শিক্ষাঙ্গনে ছাত্রলীগের সন্ত্রাসের কারণে সার্বিক শিক্ষা ব্যবস্থা হুমকির সম্মুখীন হয়ে পড়েছে। এমন সময় জাতীয় বাজেটে বেসরকারি বিশ্ববিদ্যালয়, মেডিকেল কলেজ ও ইঞ্জিনিয়ারিং কলেজগুলোতে ১০ শতাংশ হারে মূল্য সংযোজন কর আরোপের সিদ্ধান্ত দেশের শিক্ষা ব্যবস্থাকে পঙ্গু করে দেয়ার ষড়যন্ত্র ছাড়া কিছু নয়।

তারা বলেন, এই সিদ্ধান্ত বাস্তবায়ন হলে তার সরাসরি প্রভাব পড়বে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের সাধারণ ছাত্র-ছাত্রীদের উপর। ফলে তাদের বেতন, ভর্তি ও সেমিস্টার ফি অনেক বৃদ্ধি পাবে। দেশে প্রয়োজনের তুলনায় পাবলিক বিশ্ববিদ্যালয় ও শিক্ষাপ্রতিষ্ঠান না থাকায় ছাত্র সমাজের একটা বিশাল অংশ বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের উপর নির্ভরশীল হতে হয়। বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্র সমাজের প্রায় ৭০ শতাংশ অধ্যায়ন করে। ফলে অনেক ছাত্র-ছাত্রীর শিক্ষা জীবন এতে হুমকির সম্মুখীন হবে। বিশেষ করে মধ্যবিত্ত পরিবারের ছাত্ররা উচ্চ শিক্ষা থেকে সরাসরি বঞ্চিত হবে। কিন্তু সরকার এসব কথা চিন্তা না করে শিক্ষাকে পণ্য ও ছাত্রদেরকে ক্রেতা হিসেবে প্রতিষ্ঠিত করতে চাইছে। সরকারি উদ্যোগে শিক্ষাকে বানিজ্যকরণ করা হলে অল্প সময়ে শিক্ষা ব্যবস্থা ধ্বংস হতে বাধ্য। এটা হঠকারী সিদ্ধান্ত ছাড়া কিছু নয়।

তারা আরো বলেন, অবিলম্বে এ সিদ্ধান্ত বাতিল করে শিক্ষা খাতে বরাদ্ধ আরও বাড়াতে হবে। ছাত্রদেরকে উচ্চ শিক্ষার সুযোগ করে দিতে হবে। অন্যথায় ছাত্রসমাজ এই হঠকারী সিদ্ধান্তের প্রতিরোধ ও নিজেদের অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ ভাবে রাজপথে নেমে আসবে। যা সরকারের জন্য ভাল ফল বয়ে আনবে না।

Leave a Reply