বেসরকারি উন্নয়ন সংস্থা “সওয়াব” এর খাদ্য সামগ্রী বিতরণ
নিজস্ব প্রতিবেদকঃ বাংলাদেশের অন্যতম বেসরকারি উন্নয়ন সংস্থা “সওয়াব” (সোশ্যাল এজেন্সি ফর ওয়েলফেয়ার এন্ড এডভান্সমেন্ট ইন বাংলাদেশ)—এর মাধ্যমে এবং দাতা সংস্থা“নাহার”(নর্থ আমেরিকান হিউম্যানি টেরিয়ান এইড এন্ড রিলিফ)—এর অর্থায়নে বরিশাল জেলার মুলাদি উপজেলায় ১০০ পরিবারের মাঝে ১০০ প্যাকেট খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
“সওয়াব”এর নিয়মিত কর্মসূচির আওতায় দাতা সংস্থা নাহার এর অর্থায়নে ১০০ প্যাকেট খাদ্য সামগ্রীর প্রতিটি প্যাকেটে দেওয়া হয়েছে ৫ কেজিচাল, ৩ কেজিডাল, ২ কেজি তেল, ২ কেজিলবন, ২ কেজি পেঁয়াজএবং ১ কেজি খেজুর।
উক্ত খাদ্য সামগ্রী বিতরণ কালে স্থানীয় প্রতিনিধি সহ দাতা সংস্থা নাহার—এর প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন জনাব আব্দুল হক। এসময় উপস্থিত অতিথিবৃন্দ “সওয়াব”এর এই জনকল্যান মূলক কর্মকান্ডের প্রশংসা করেন এবং ভবিষ্যতে এ ধরণের আরোমানবতা ওউন্নয়ন মূলক কার্যক্রম অব্যহত রাখার জন্য অনুরোধ করেন।
সওয়াব এর পক্ষ থেকে উক্ত খাদ্য সামগ্রী পেয়ে উপকার ভোগীগণ খুশি হয়েছেন এবং প্রশংসা করেছেন। তারা বলেন, “সওয়াব”এর দেওয়া খাদ্য সামগ্রী পেয়ে তারা তাদের দৈনন্দিন জীবন কিছুটা হলেও স্বাচ্ছন্দে কাটাতে পারবে।