বেলুচিস্তানের বিদ্রোহীরা শান্তি ও পুনর্মিলনের জন্য সমঝোতা চাইলে তাদের সাথে আলোচনা করা হবে: ইমরান খান

03/10/2021 1:34 pmViews:

বেলুচিস্তানের বিদ্রোহীরা শান্তি ও পুনর্মিলনের জন্য সমঝোতা চাইলে তাদের সাথে আলোচনা করা হবে: ইমরান খান

পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান জানিয়েছেন, বেলুচিস্তানের বিদ্রোহীরা শান্তি ও পুনর্মিলনের জন্য সমঝোতা চাইলে তাদের সাথে আলোচনা করা হবে। রোববার এমন সংবাদ প্রকাশ করেছে দ্যা নিউজ ইন্টারন্যাশনাল।

বেলুচিস্তানের বিদ্রোহীদের সাথে আলোচনার বিষয়ে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান বলেন, বালুচ বিদ্রোহীদের সাথে আলোচনার আয়োজন করা হবে। পাকিস্তান সরকার ওই সকল বালুচ বিদ্রোহীদের সাথে আলোচনা করবে যারা শান্তি ও পুনর্মিলনের জন্য সমঝোতা চায়।

যে সকল ব্যক্তি সহিংসতার পথ পরিহার করতে চায় তাদেরকে পাকিস্তান সরকার স্বাভাবিক জীবনে ফেরার সুযোগ দিবে বলে জানিয়েছেন দেশটির তথ্যমন্ত্রী ফাওয়াদ চৌধুরী। তিনি বলেন, কোনো ব্যক্তি সহিংসতার পথ পরিহার করলে তাকে স্বাভাবিক জীবনে ফেরার সুযোগ দেয়া উচিৎ।

এ বিষয়ে উদাহরণ দিতে গিয়ে পাকিস্তানের তথ্যমন্ত্রী ফাওয়াদ চৌধুরী বলেন, তিন হাজার অসন্তুষ্ট বালুচ যুবক তাদের অস্ত্র সমর্পন করেছে এবং দেশের মূল ধারায় ফিরে এসেছে। নতুর প্রজন্মকে উগ্রবাদ ও সহিংসতা থেকে বাঁচাতে এবং শক্তিশালী পাকিস্তান গড়তে ইমরান খানের এ ধরনের পদক্ষেপ খুবই গুরুত্বপূর্ণ।

সূত্র : দ্যা নিউজ ইন্টারন্যাশনাল

Leave a Reply