বেলারুশের সিয়েতলানা অ্যালেক্সিয়েভিচ সাহিত্যে নোবেল পেলেন
বেলারুশের সিয়েতলানা অ্যালেক্সিয়েভিচ সাহিত্যে নোবেল পেলেন
বেলারুশের গদ্য সাহিত্যিক ও সাংবাদিক সিয়েতলানা অ্যালেক্সিয়েভিচ এ বছর সাহিত্যে নোবেল পুরস্কার জিতেছেন। গতকাল রয়েল সুইডিশ অ্যাকাডেমি তার নাম ঘোষণা করে। এ সময় তার লেখাকে মানব জীবনের ‘ক্লেশ আর সাহসিকতার যুগলবন্দি’ হিসেবে অভিহিত করেছে কমিটি। উল্লেখ্য, প্রথম একজন সাংবাদিক হিসেবে তিনি এ পুরস্কার পেলেন। তিনি কবি নন। লেখেন নন-ফিকশন। অর্ধ শতাব্দী আগে কোন নন ফিকশন লিখিয়ে সাহিত্যে নোবেল পুরস্কার জিতেছেন। কৃতী সাহিত্যিক, সাংবাদিক সিয়েতলানা অ্যালেক্সিয়েভিচের জন্ম ইউক্রেনের ইভানো-ফ্রাঙ্কিভস্ক শহরে। তার পিতা একজন বেলারুশ। মা ইউক্রেনের। এ বছর রয়েল সুইডিশ অ্যাকাডেমির চেয়ার সারা ডানিউস সাহিত্যে নোবেল পুরস্কার বিজয়ী হিসেবে ঘোষণা করেন সিয়েতলানা অ্যালেক্সিয়েভিচের। এ পুরস্কারের মূল্যমান ৮০ লাখ ক্রোনার, যা ৬ লাখ ৯১ হাজার পাউন্ডের সমান। এ নিয়ে সাহিত্যে ১১২তম লেখক হিসেবে এ পুরস্কার পেলেন সিয়েতলানা। ৬৬ বছর বয়সী সিয়েতলানা আলেক্সিয়েভিচ গত বছরও এ পুরস্কারের সংক্ষিপ্ত তালিকায় ছিলেন। তিনি হলেন চতুর্দশ নারী. যিনি সাহিত্যে নোবেল পেলেন। গত বছর সাহিত্যে নোবেল পান ফরাসি ঔপন্যাসিক প্যাত্রিক মোদিয়ানো, যার গল্প গড়ে উঠেছে মানব মনের স্মৃতি-বিস্মৃতির খেলা, আত্মপরিচয়ের সঙ্কট আর প্যারিসে নাৎসি দখলদারিত্বের ইতিহাসকে কেন্দ্র করে। আজ শুক্রবার শান্তিতে ও ১২ই অক্টোবর অর্থনীতিতে নোবেল পুরস্কার বিজয়ীর নাম ঘোষণা করার কথা রয়েছে।