বেনাপোল সীমান্তে ২ কোটি টাকার যৌন উত্তেজক ট্যাবলেট উদ্ধার
বেনাপোলের সীমান্তের গাতিপাড়া থেকে প্রায় ২ কোটি টাকা মূল্যের বিপুল পরিমাণ ভারতীয় অ্যানাগ্রা ট্যাবলেট ও ইনজেকশন উদ্ধার করেছে বিজিবি। বুধবার অভিযান চালিয়ে এসব মালামাল উদ্ধার করা হয়।
বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) খুলনা ২৩ ব্যাটালিয়ন অধিনায়ক লে. কর্নেল মোস্তাফিজুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে খবর পান বিপুল পরিমাণ ভারতীয় অ্যানাগ্রা ট্যাবলেট ও ইনজেকশন বেনাপোল সীমান্তের গাতিপাড়া দিয়ে দেশের অভ্যন্তরে প্রবেশ করছে। এমন সংবাদে গাতিপাড়া গ্রামের একটি বাগানে অভিযান চালানো হয়। এ সময় বিজিবি’র উপস্থিতি টের পেয়ে চোরাচালানিরা মালামাল ফেলে পালিয়ে যায়।
এ সময় সেখান থেকে ভারতীয় ৫৯ হাজার ৫২০ পিস অ্যানাগ্রা ট্যাবলেট ও ১০ হাজার পিস ইনজেকশন উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মালামালের আনুমানিক মূল্য প্রায় ২ কোটি টাকা।
উদ্ধারকৃত মালামাল বেনাপোল কাস্টমস হাউজে জমা দিয়েছে বিজিবি। বেনাপোল পোর্ট থানায় এ বিষয়ে একটি মামলা হয়েছে।