বেনাপোলে ৮৯ লাখ টাকার ভারতীয় পণ্য আটক
বেনাপোল (যশোর): বেনাপোল পোর্ট থানার পুটখালী সীমান্ত এলাকা থেকে রোববার ভোরে ৮৯ লাখ টাকার ভারতীয় ওষুধ ও গার্মেন্ট সামগ্রী আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা।
খুলনা ২৩ বিজিবি’র কমান্ডিং অফিসার লে. কর্নেল তায়েফ উল হক বলেন, গোপন সংবাদের ভিত্তিতে আমরা জানতে পারি বেনাপোলের পুটখালী সীমান্ত পথে ভারতীয় পণ্যের একটি বড় চালান বাংলাদেশে প্রবেশ করছে। পরে বিজিবি সদস্যরা বেনাপোল পুটখালী সড়কে চোরাচালানীদের ধাওয়া করে। এসময় তারা বিপুল পরিমাণ ভারতীয় পণ্য সামগ্রী ফেলে রেখে পালিয়ে যায়।
পরে সেখান থেকে বিভিন্ন ধরনের ওষুধ ও গার্মেন্ট সামগ্রী উদ্ধার করা হয়। যার মূল্য ৮৮ লাখ ৯২ হাজার ৫শ’ টাকা ।
তিনি আরও জানান, আটককৃত মালামাল যশোর কাস্টমস শাখায় জমা দেওয়ার প্রক্রিয়া চলছে