বেঞ্চের ভেতর আট হাজার ইয়াবা উদ্ধার

25/04/2014 9:32 amViews: 6

 

টেকনাফে বেঞ্চের ভেতর ভরে আট হাজার ইয়াবা পাচার আটকে দিয়েছে বিজিবি সদস্যরা। বৃহস্পতিবার রাত সাড়ে নয়টার সময় অভিযান চালিয়ে ইয়াবাগুলো উদ্ধার করা হয়।

জানা যায়, রাতে হোয়াইক্যং বিওপির (চৌকির) সুবেদার ফজলুর রহমানের নেতৃত্বে টেকনাফ থেকে কঙবাজারগামী একটি বাসে তল্লাশি চালানো হয়। সে সময় কাঠের তৈরি দুটি বেঞ্চের তক্তার ভেতর থেকে বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার করা হয়।

Leave a Reply