বেগমগঞ্জ উপজেলা ভাইস চেয়ারম্যান গ্রেফতার

04/11/2015 12:41 pmViews: 6
বেগমগঞ্জ উপজেলা ভাইস চেয়ারম্যান গ্রেফতার
নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জামায়াত নেতা বোরহান উদ্দিনকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ। মঙ্গলবার মধ্যরাতে চৌমুহনী বাণিজ্য কেন্দ্রে তার বাসা থেকে গ্রেফতার করা হয়। তিনি জামায়াতে ইসলামীর নোয়াখালী জেলা কর্মপরিষদের সদস্য ।

ডিবি ওসি আতাউর রহমান ভূঁইয়া এ তথ্য নিশ্চিত করেন।

বেগমগঞ্জর থানার ওসি গোলাম ফারুক জানান, ২০১৩ সালে অবরোধ চলাকালে চৌমুহনী বাণিজ্য কেন্দ্রে মিছিলে পুলিশ ও কর্মিদের ধাওয়া-পাল্টা ধাওয়া হয়। এ ঘটনায় পুলিশ বাদি হয়ে বিএনপি-জামায়াতের ৩০০ নেতাকর্মীকে আসামি করে থানা মামলা করে। ওই মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে।

উল্লেখ্য, ওই সংঘর্ষে পুলিশের গুলিতে ২জন পথচারি মারা যান।

Leave a Reply