বেগমগঞ্জ উপজেলা ভাইস চেয়ারম্যান গ্রেফতার
ডিবি ওসি আতাউর রহমান ভূঁইয়া এ তথ্য নিশ্চিত করেন।
বেগমগঞ্জর থানার ওসি গোলাম ফারুক জানান, ২০১৩ সালে অবরোধ চলাকালে চৌমুহনী বাণিজ্য কেন্দ্রে মিছিলে পুলিশ ও কর্মিদের ধাওয়া-পাল্টা ধাওয়া হয়। এ ঘটনায় পুলিশ বাদি হয়ে বিএনপি-জামায়াতের ৩০০ নেতাকর্মীকে আসামি করে থানা মামলা করে। ওই মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে।
উল্লেখ্য, ওই সংঘর্ষে পুলিশের গুলিতে ২জন পথচারি মারা যান।