বৃহস্পতিবার যশোর যাচ্ছেন প্রধানমন্ত্রী

22/01/2014 9:10 pmViews: 6
যশোর ব্যুরো

যশোর: প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৃহস্পতিবার যশোর আসছেন। এ সফরে তার অর্ধ দিনের কর্মসূচির পুরোটাই অভয়নগর উপজেলায়। নতুন সরকারের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেয়ার পর এটাই শেখ হাসিনার প্রথম যশোর সফর।

যশোর জেলা প্রশাসনের দেয়া তথ্য মতে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৃহস্পতিবার হেলিকপ্টারে করে দুপুর ১টায় ঢাকা থেকে যশোর বিমানবন্দরে নামবেন। এখান থেকে সড়কপথে তিনি সরাসরি অভয়নগরে যাবেন। সেখানে সহিংসতায় ক্ষতিগ্রস্ত মালোপাড়া পরিদর্শন ও ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর সঙ্গে সাক্ষাৎ করবেন। এরপর প্রধানমন্ত্রী নওয়াপাড়া শঙ্করপাশা হাইস্কুল মাঠে স্থানীয় আওয়ামী লীগ আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তৃতা দিবেন।   জনসভা শেষে তিনি যশোর বিমানবন্দর হয়ে হেলিকপ্টারে করে ঢাকায় ফিরবেন।

প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষ্যে যশোর পুলিশ প্রশাসনের পক্ষ থেকে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে। স্থানীয় আওয়ামী লীগ গত কয়েকদিন ধরে জনসভার প্রচারণা চালিয়ে যাচ্ছে।

Leave a Reply