বৃষ্টিতে তলিয়ে গেছে রাস্তা, রাজধানীবাসীর ভোগান্তি

01/09/2015 3:12 pmViews: 7

বৃষ্টিতে তলিয়ে গেছে রাস্তা, রাজধানীবাসীর ভোগান্তি

 তীব্র যান ও জলজটে দুর্ভোগে নগরবাসী

 

রাজধানীতে দেড় ঘণ্টার টানা বৃষ্টিতে রাস্তাঘাটে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে।  ডুবে গেছে প্রধান সড়ক ও অনেক এলাকার অলিগলি। এতে চরম ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ। অনেক রাস্তায় যানবাহন বিকল হয়ে পড়ে থাকতে দেখা যায়। সকাল ১১টা থেকে রাজধানীতে টানা প্রায় দেড় ঘণ্টা মুষলধারে বৃষ্টিপাত হয়েছে। বৃষ্টির বেগ কিছুটা কমলেও বেলা একটার সময়ও বৃষ্টি পড়ছিল। বৃষ্টির কারণে ঢাকার গুরুত্বপূর্ণ সড়ক, নিচু এলাকা পানিয়ে তলিয়ে যায়। সকালে মুষলধারে বৃষ্টির কারণে মালিবাগ,  মৌচাক, মগবাজার, রামপুরা, পুরান ঢাকার কিছু এলাকা ও এখানকার প্রধান প্রধান সড়কগুলো পানিতে ডুবে যায়। নগরের রূপসী বাংলা  হোটেল ও প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলের সামনের সড়কও পানিতে তলিয়ে যায়। ঝুম বৃষ্টিতে ঘরে থেকে বের হওয়া মানুষকে সড়কের পাশে দোকান, ব্যবসা প্রতিষ্ঠান, বিপণিবিতানে বৃষ্টি কমার অপেক্ষায় দীর্ঘ সময় দাঁড়িয়ে থাকতে দেখা গেছে। মহাখালীতে একটি প্রাইভেট কার ও মৌচাক মোড়ে একটি সিএনজি চালিয়ে অটোরিকশার ইঞ্জিনে পানি ঢুকে বিকল হয়ে পড়ে থাকতে দেখা গেছে।

আবহাওয়া অধিদপ্তর সূত্রে এ তথ্য জানা গেছে, সারা দেশে মৌসুমি বায়ু সক্রিয় থাকায় আরও কয়েক দিন দেশের বিভিন্ন স্থানে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। রাজধানীতেও বৃষ্টিপাত অব্যাহত থাকবে।

Leave a Reply