বৃষ্টিতে ড্র চট্টগ্রাম টেস্ট

25/07/2015 1:19 pmViews: 5


 ২৫ জুলাই, ২০১৫

অবশেষে ড্রই হলো বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকার মধ্যকার প্রথম টেস্ট ম্যাচ। টানা বৃষ্টির কারণে শনিবার ৫ম দিনের খেলা পরিত্যক্ত ঘোষণা করা হলে ড্র হয় চট্টগ্রাম টেস্ট। গতকাল শুক্রবার চতুর্থ দিনের খেলা পরিত্যক্ত ঘোষণার পর আজ শনিবারও বৃষ্টির কারণে জহুর আহমেদ স্টেডিয়ামের আউট ফিল্ড ভেজা থাকায় মাঠ খেলার অনুপযুক্ত হয়ে পড়ে। পরে ম্যাচ আম্পায়াররা আজকের খেলাও পরিত্যক্ত ঘোষণা করেন।

গত ২১ তারিখে টেস্ট ম্যাচটি শুরু হয়। ম্যাচে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন প্রোটিয়া অধিনায়ক হাসিম আমলা। ব্যাট করতে নেমে মুস্তাফিজ ও জুবায়েরর বোলিং তোপে মাত্র ২৪৮ রানে প্রথম ইনিংসে অলআউট হয় দক্ষিণ আফ্রিকা। মুস্তাফিজ তার অভিষেক টেস্ট ম্যাচেই ৪টি উইকেট লাভ করেন। বাংলাদেশ তাদের প্রথম ইনিংসে ৩২৬ রানে অলআউট হলে ৭৮ রানের লিড পায় টাইগাররা। ৭৮ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামে দক্ষিণ আফ্রিকা। পরে বিনা উইকেটে ৬১ রান সংগ্রহ করলে বৃষ্টির কবলে পরে উভয় দল।

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টাইগারদের এটাই প্রথম টেস্ট ম্যাচ ড্র। আগামী ৩০ জুলাই ঢাকায় দ্বিতীয় ও শেষ টেস্ট ম্যাচ অনুষ্ঠিত হবে।

Leave a Reply