বৃষ্টিতে ড্র-ই হলো ঢাকা টেস্ট
০৩ আগস্ট, ২০১৫
শেষ পর্যন্ত বৃষ্টির কারণে চট্টগ্রামের মতো ঢাকা টেস্টও ড্র হয়েছে। সোমবার বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকার মধ্যকার ৫ম দিনের খেলা পরিত্যক্ত ঘোষণা করা হলে ড্র হয় শেষ টেস্ট। এতে ওয়ানডে সিরিজ বাংলাদেশ জিতলেও টেস্ট সিরিজটা ভাগাভাগি করতে হলো স্বাগতিকদের। টি২০ সিরিজ জিতেছিল দক্ষিণ আফ্রিকা।
ঢাকার মিরপুরে প্রথম দিনের খেলা ছাড়া আর একদিনও মাঠে বল গড়ায়নি। প্রথমদিন বাংলাদেশ ৮ উইকেট হারিয়ে ২৪৬ রান সংগ্রহ করেছিল। এরপর থেকে প্রবল বৃষ্টির কারণে মাঠ খেলার উপযোগী না হওয়ায় দ্বিতীয়, তৃতীয়, চতুর্থদিনের মতো ৫ম দিনের খেলাও পরিত্যক্ত ঘোষণা করেন ম্যাচ রেফারি। ফলে ড্র মেনে নিতে হয় দুই দলকে।
প্রথমদিন বিশ্বের ত্রয়োদশ বোলার হিসেবে ৪০০ উইকেটের মালিক হন ডেল স্টেইন।