বুড়িগঙ্গায় নৌকা ডুবি, নিখোঁজ ৫
ঢাকা : রাজধানীর সদরঘাটে বুড়িগঙ্গায় নৌকার ডুবির ঘটনায় পাঁচ জন নিখোঁজ হওয়ার খবর পাওয়া গেছে। রোববার সন্ধ্যা পৌনে ৬টার দিকে এ ঘটনা ঘটে।
কেরানিগঞ্জ দক্ষিণ থানার ওসি শীর্ষ নিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।
ঘটনাস্থল থেকে কেরানিগঞ্জ দক্ষিণ থানার এসআই সালাম জানান, টিপু-৩ এবং অপর একটি লঞ্চ ঘাট থেকে ছেড়ে যাওয়ার সময় পানির ঢেউয়ে একটি নৌকা ১০ জন যাত্রীসহ তলিয়ে যায়। এদের মধ্যে মাঝিসহ পাঁচ জন সাঁতরিয়ে উঠলেও বাকিরা নিখোঁজ রয়েছে।
ডুবুরিরা নিখোঁজদের উদ্ধারে তৎপরতা শুরু করেছে বলেও জানান তিনি।