বুলেট এখনো প্রধানমন্ত্রীকে তাড়া করছে: ওবায়দুল কাদের

01/11/2016 6:13 pmViews: 3
বুলেট এখনো প্রধানমন্ত্রীকে তাড়া করছে: ওবায়দুল কাদের
 
বুলেট এখনো প্রধানমন্ত্রীকে তাড়া করছে: ওবায়দুল কাদের
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘ষড়যন্ত্র এখনো থামেনি। প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে বুলেট তাড়া করছে প্রতিনিয়ত। তাই আমাদের সকলকে সজাগ ও ঐক্যবদ্ধ থাকতে হবে।’
সোমবার রাজধানীতে জেলহত্যা দিবস উপলক্ষে আয়োজিত ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি আরো বলেন, শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশে বিস্ময়কর উন্নয়ন হয়েছে। এই উন্নয়নে গোটা বিশ্ব রীতিমতো বিস্মিত। তার কিছু হলে উন্নয়ন-সমৃদ্ধির এই চলমান জোয়ার থেমে যাবে।
দলের নেতা নির্বাচনের পর যারা বিভিন্ন মহলের ফুলের শুভেচ্ছা গ্রহণ করছেন এবং যেসব কর্মীরা নেতাদের ফুল দিয়ে শুভেচ্ছা জানাচ্ছেন তাদের উদ্দেশে ওবায়দুল কাদের বলেন, ‘ফুলের মালা নয়, কথা নয়। কাজে নেমে পড়ুন। জনগণের সঙ্গে ভাল আচরণ করুন। প্লিজ অপকর্ম বন্ধ করুন, সংশোধিত হন। যদি না হন কাউকে ছাড় দেবো না। দু’এক জনের খারাপ আচরণের জন্য শেখ হাসিনার অর্জন ম্লান হতে দেবো না। দল ও সরকারের ভাবমূর্তি খারাপ হতে দেবো না।’
তিনি বলেন, শেখ হাসিনার অর্জন বাংলাদেশের অর্জন। কিছু লোকের খারাপ আচরণে দলের ভাবমূর্তি নষ্ট হতে দেবো না। আমরা ইতিমধ্যে স্মার্ট আধুনিক টিম ওয়ার্ক শুরু করছি। আর অহেতুক সময় নষ্ট করা যাবে না। তোরণ নির্মানের দরকার নেই, নেতাদের জন্য ফুলের মালার দরকার নেই। নেতা আমাদের একজন তিনি শেখ হাসিনা। আমি তার হাতে গড়া কর্মী। এবার তৃণমূল থেকেও নেতা তুলে এনে শেখ হাসিনা কেন্দ্রীয় নেতা বানিয়েছেন।
নেতাকর্মীদের উদ্দেশ্য করে সেতুমন্ত্রী আরো বলেন, হতাশ হবেন না, ‘আমাদের নেত্রী ধৈর্য্য ও পরিশ্রমের মূল্যায়ন করেন। আপনারা রাজনীতিতে সম্পৃক্ত থাকুন। একদিন না একদিন সুফল পাবেন। রাজনীতিতে ধৈর্য্য আর পরিশ্রমের বিকল্প নেই। আমাদের দিকে তাকান, এর সবচেয়ে বড় দৃষ্টান্ত আমি নিজেই।

Leave a Reply