বুলবুল ও আরিফুল আবারও বরখাস্ত
রাজশাহী সিটি করপোরেশনের মেয়র মোহাম্মদ মোসাদ্দেক হোসেন বুলবুল এবং সিলেটের মেয়র আরিফুর হক চৌধুরীকে ফের সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।
আজ রবিবার স্থানীয় সরকার বিভাগ এ ব্যাপারে পৃথক দুটি প্রজ্ঞাপন জারি করে।
বুলবুলের বিরুদ্ধে নতুন মামলায় আদালতে অভিযোগপত্র গৃহীত হওয়ায় এবং আরিফুলের বিরুদ্ধে সম্পূরক অভিযোগপত্র গৃহীত হওয়ায় তাদের বরখাস্ত করে আদেশ জারি করেছে স্থানীয় সরকার মন্ত্রণালয়।
আরিফুলের বিরুদ্ধে একটি মামলায় গত ২২ মার্চ সুনামগঞ্জের বিশেষ ট্রাইব্যুনালে সম্পূরক অভিযোগপত্র গৃহীত হয়। অন্যদিকে, একটি মামলায় বুলবুলের বিরুদ্ধে অভিযোগপত্র গৃহীত হয়েছে।