বুরুন্ডিতে সেনা-অভ্যুত্থান, দেশে ফিরতে ব্যর্থ প্রেসিডেন্ট
বুরুন্ডিতে সেনা-অভ্যুত্থান, দেশে ফিরতে ব্যর্থ প্রেসিডেন্ট
আফ্রিকার দেশ বুরুন্ডিতে সেনাবাহিনী ক্ষমতা দখল করেছে। গতকাল অভ্যুত্থানের ঘোষণা দেন বুরুন্ডির সেনাপ্রধান মেজর জেনারেল গোডফ্রয়েড নিয়োম্বারে। এদিকে সেনা-অভ্যুত্থানের খবরের মধ্যে প্রেসিডেন্ট পিয়েরে কুরুনজিজা নিজ দেশে ফিরতে ব্যর্থ হয়েছেন। প্রেসিডেন্টকে বহনকারী বিমানটি বুরুন্ডির বিমানবন্দরে অবতরণ করতে পারেনি। ফলে, তানজানিয়ায় ফেরত যেতে বাধ্য হয়েছেন প্রেসিডেন্ট। একটি সম্মেলনে অংশ নিতে সম্প্রতি তানজানিয়া সফরে গিয়েছিলেন তিনি। এ খবর দিয়েছে অনলাইন বিবিসি। তবে প্রকৃত অর্থেই সেনা অভ্যুত্থান ঘটেছে কিনা, তা এখনও সুস্পষ্ট নয় বলে মনে করছেন বিশ্লেষকরা। প্রেসিডেন্টের কার্যালয় থেকে দাবি করা হয়েছে, সেনাবাহিনীর অভ্যুত্থান প্রচেষ্টা ব্যর্থ হয়েছে। আজ সকালে রাষ্ট্রীয় রেডিও এবং টেলিভিশন সম্প্রচার কেন্দ্রের কাছে ভারি গুলিবর্ষণের শব্দে বারবার প্রকম্পিত হচ্ছিল রাজধানী বুজুম্বুরা। ২০০৫ সালে প্রেসিডেন্ট নির্বাচিত হন পিয়েরে কুরুনজিজা। তার রাজনৈতিক দল থেকে তৃতীয় মেয়াদে প্রেসিডেন্ট মনোনীত হন কুরুনজিজা, যা দেশটির সংবিধান-পরিপন্থী। এদিকে প্রেসিডেন্টের অনুগতরা এখনও প্রেসিডেন্ট প্রাসাদ এবং প্রধান রেডিও কার্যালয়গুলো নিয়ন্ত্রণে রেখেছে বলে জানা গেছে।