বীরাঙ্গনাদের রাষ্ট্রীয় স্বীকৃতির বিষয়ে হাইকোর্টে রিট
বীরাঙ্গনাদের কেন মুক্তিযোদ্ধাদের মতো রাষ্ট্রীয় স্বীকৃতি ও সুযোগ-সুবিধা দেয়া হবে না তা সরকারের কাছে জানতে চেয়েছে হাইকোর্ট। সোমবার এক রিট আবেদনের শুনানি শেষে বিচারপতি সালমা মাসুদ ও বিচারপতি মো. হাবিবুল গণির বেঞ্চ এ রুল জারি করে।
রুলে আইন, অর্থ ও মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সচিব, সংসদ সচিবালয়ের সচিব এবং আইন কমিশনারের চেয়ারম্যানকে ৪ সপ্তাহের মধ্যে এর জবাব দিতে বলা হয়েছে।
২৬ মার্চের মধ্যে বীরাঙ্গনাদের তালিকা করে গেজেট প্রকাশের নিদের্শ কেন দেয়া হবে না এবং গত ৪২ বছর ধরে তাদের রাষ্ট্রীয় মর্যাদা না দেওয়া কেন অবৈধ ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে আরো ২টি রুল জারি করেছে আদালত। বাংলাদেশ জাতীয় আইনজীবী সমিতির নির্বাহী পরিচালক অ্যাডভোকেট সালমা আলী আদালতে এ রিট আবেদন করেন।