বীরগঞ্জে ৩ শতাধিক শীতার্ত দুস্থ পরিবারের মাঝে ছওয়াব এর কম্বল বিতরণ
নিজস্ব প্রতিবেদকঃ উত্তরের জনপদ দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় শীতকালীন শেষসময়ের হাড়কাঁপানো শীত ও ঘন কুয়াশায় বিপর্যস্ত জনজীবন। কনকনে ঠান্ডার হাত থেকে বাঁচার জন্য অসহায় দরিদ্র মানুষের প্রয়োজন শীতবস্ত্রের। আর সেই কথা ভেবেই অসহায় দুঃস্থ মানুষদের পাশে দাঁড়ালেন ভিলেজ সোস্যাল ডেভেলপমেন্ট এসোসিয়েশন (ভিএসডিএ)। স্যোসাল এজেন্সি ফর ওয়েলফেয়ার এন্ড এ্যাডভান্সমেন্ট ইন বাংলাদেশ(ছওয়াব) এর সহযোগিতায় এবং বাস্তবায়নকারী ভিলেজ সোস্যাল ডেভেলপমেন্ট এসোসিয়েশন (ভিএসডিএ) এর উদ্যোগে কম্বল পেলো অসহায় শীতার্ত মানুষেরা। শনিবার (১১ ফেব্রুয়ারী -২০২৩ ইং) বিকেলে বীরগঞ্জ সরকারি ডিগ্রী কলেজ মাঠ প্রাঙ্গনে ৩ শতাধিক শীতার্ত ও দুঃস্থ অসহায় মানুষের মধ্যে শীত বস্ত্র বিতরণী অনুষ্ঠানে ছওয়াব এর সিনিয়র প্রোগ্রাম অফিসার আবু সাঈদ মোল্লার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন দিনাজপুর -১ (বীরগঞ্জ – কাহারোল) আসনের সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাবেক জেলা পরিষদ সদস্য ও আওয়ামী লীগ নেতা মোঃ নুর ইসলাম নুর, সাবেক জেরা পরিষদ সদস্য মোঃ আতাউর রহমান বাবু, বীরগঞ্জ সরকারি কলেজের প্রভাষক মোঃ আমিনুল ইসলাম, দিনাজপুর বঙ্গবন্ধু সৈনিক লীগের সভাপতি কামাল হোসেন, উপজেলা প্রেসক্লাবের সভাপতি রতন ঘোষ পীযূষ প্রমূখ। উক্ত অনুষ্ঠানটির সঞ্চালক এবং ভি এস ডি এ নির্বাহী পরিচালক মোঃ শফিকুল ইসলাম জানান ,
ঝড়ে পরা কিশোর- কিশোরীদের কম্পিউটার প্রশিক্ষণের মাধ্যমে কর্মসংস্থানের সৃষ্টি করা সহ ২০২৩ সালের মধ্যে আনুমানিক ৩০০ জন বিধবা,স্বামী পরিত্যাক্তা নারীদের প্রশিক্ষণের আওতায় নিয়ে এসে নতুন উদ্যোক্তা সৃষ্টি করার মাধ্যমে স্বাবলম্বী করতে বিশদ পরিকল্পনা গ্রহণ করেছে ভি এস ডি এ। যাতে করে এই উদ্যোক্তারা কর্মসংস্থান সৃষ্টি করে নিজেদের কাজের মধ্য দিয়ে সকলকে জানান দিতে পারে যে তারা কখনই পরিবার ও সমাজের বোঝা নয়। এসময় ভিএসডিএ কর্মকর্তা-কর্মচারী, ছওয়াব এর কর্মকর্তাবৃন্দ, উপকারভোগী, বীরগঞ্জ সরকারি কলেজ ছাত্রলীগ শাখার নেতৃবৃন্দ,প্রচেষ্টা ব্লাড ব্যাংক( পিবিবি) বাংলাদেশের নেতৃবৃন্দ সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।