বিয়ে সারলেন বিপাশা

01/05/2016 12:51 pmViews: 28

বাঙালি মতেই বিয়ে হল বলিউড অভিনেত্রী বিপাশা বসুর। শনিবার রাতে মুম্বাইয়ের বিলাসবহুল সুন্দরবন হােটেলে এই বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

উলু, শঙ্খধ্বনি থেকে শুভদৃষ্টি, সিঁদুরদান- কোন রেওয়াজই বাদ গেল না এই বিয়ের অনুষ্ঠানে। ছাদনাতলা থেকে সাত পাক্ত বাঙালি বিয়ের খুঁটিনাটি অবাক হয়ে দেখল গোটা বলিউড। দেখলেন কর্ণ সিংহ গ্রোভারও।

মজার বিষয় হলো বিপাশার এই বিয়ের আসরে পুরো দমে অংশ নিলেন তাঁর সাবেক প্রেমিক ডিনো মোরিয়া।

এর আগে, গত বৃহস্পতিবার বাঙালি রীতি মেনে পূজায় অংশ নেন এই জুটি। আর এর মধ্য দিয়ে শুরু হয় ৩৭ বছর বয়সী বিপাশার বিয়ের আনুষ্ঠানিকতা। এরপর শুক্রবার হয় মেহেদী অনুষ্ঠান। যাইহোক বিপাশার মতো এমন ধুমধামের বিবাহ বলিউড কম দেখেছে বলে মনে করছে ভারতীয় মিডিয়া।

Leave a Reply