বিয়ে ভেঙে দেওয়ায় হবু স্বামীর যৌনাঙ্গ কেটে দিল নারী
বিয়ে ভেঙে দেওয়ায় হবু স্বামীর যৌনাঙ্গ কেটে দিল এক নারী। ঘটনাটি ঘটেছে ব্রাজিলে। ১০ বছর ফেরারি থাকার পর মঙ্গলবার তাঁকে পুলিশ গ্রেপ্তার করে। ৬ বছরের কারাদণ্ড হয়েছে তাঁর। ধৃতার নাম মারিয়াম প্রিশিলা কাস্ত্রো।
জানা গেছে, বিয়ের কয়েকদিন আগে বিয়ে ভেঙে দিয়েছিলেন তাঁর হবু স্বামী। এর পরই পেশায় চিকিত্সক মারিয়াম ওই পদক্ষেপ করেন। তাঁর বিরুদ্ধে অভিযোগ, তিন জন দুষ্কৃতীকে টাকা দিয়ে ওই ব্যক্তির যৌনাঙ্গ কেটে দেওয়ার নির্দেশ দেন মারিয়াম। আদালতে সাক্ষী দিতে উঠে ওই তিন দুষ্কৃতীরা জানিয়েছে যে, মারিয়ামের নির্দেশে তারা ওই ব্যক্তির অপহরণ করে এবং ছুরি দিয়ে তাঁর যৌনাঙ্গ কেটে দেয়। তারা এ-ও জানায় যে, ওই ব্যক্তির গাড়ি ভাঙচুর এবং বাড়িতে আগুন লাগিয়ে দেওয়ারও নির্দেশ দিয়েছিল মারিয়াম।
২০০২ সালে ব্রাজিলে এই ঘটনাটি ঘটে। সে সময় গ্রেপ্তারির পর জামিনে ছাড়া পান মারিয়াম। তার পর থেকেই ফেরার ছিলেন তিনি। ২০১২ সালে মামলায় সাজা ঘোষণা হয়। একটি ছোট শহরে লুকিয়ে ছিল মারিয়াম, সেখানে বিয়েও করে নেয় সে। মঙ্গলবার সেই শহর থেকেই তাঁকে গ্রেপ্তার করা হয়।