বিয়ে করেই বলিউডকে বিদায়

15/08/2015 5:29 pmViews: 9

বিয়ে করেই বলিউডকে বিদায়

 

বলিউড অভিনেত্রী অসিন সাত পাকে বাঁধা প যাচ্ছেন। বিয়ের প্রস্তুতি প্রায় শেষ। এখন শুধু আনুষ্ঠানিকতা বাকি। কিছু দিনের মধ্যে পাকা দিনক্ষণের কথা জানাবেন অসিন। বিয়ে করছেন মাইক্রোম্যাক্স মোবাইলের প্রতিষ্ঠাতা রাহুল শর্মাকে। ২০১২ সালে ‘খিলাড়ি ৭৮৬’ ছবির শুটিং সেটে তার সঙ্গে পরিচয় হয় অসিনের। এরপর থেকে প্রেম করে আসছেন তিনি। তবে এ সম্পর্ককে বেশি দিন আর দীর্ঘায়িত করছেন না অসিন। প্রণয়কে রূপ দিচ্ছেন বিয়েতে। ২০০৮ সালে ‘গজনি’ ছবিতে আমির খানের বিপরীতে অভিনয় করে ব্যাপক আলোচিত হন তিনি। এরপর থেকে বলিউডের সঙ্গে ওতোপ্রতোভাবে জড়িয়ে আছেন অসিন। তবে বিয়ের এ সুখবরের সঙ্গে তার ভক্তদের জন্য একটি দুঃসংবাদও রয়েছে। সেটি হলো বিয়ে করেই সংসারে ব্যস্ত হবেন অসিন। বলিউডে আর ফিরবেন না বলেই জানান এনডিটিভির এক সাক্ষাৎকারে। এদিকে চলতি বছরেই তার অভিনীত ছবি ‘অল ইজ ওয়েল’ মুক্তি পাচ্ছে। এটিই ক্যারিয়ারে শেষ ছবি অসিনের।

Leave a Reply