বিয়ে করল ভারতের দুই বান্ধবী

25/10/2013 3:51 pmViews: 23

1382713964তারা দু’জন বাল্যবন্ধু। পড়ালেখাও করেছেন এক সঙ্গে। ধীরে ধীরে একে অপরের প্রতি আসক্ত হয়ে পড়েছেন। আগ্রহী হয়ে উঠেছেন সমকামিতার প্রতি।এরই সূত্র ধরে পালিয়ে বিয়ে করেছেন ভারতের বিহার রাজ্যের ওই দুই বান্ধবী।৪ অক্টোবর পালিয়ে দু’জনে একটি মন্দিরে গিয়ে বিয়ে করেন রীমা ও আকানশা ছদ্মনামের ওই দুই বান্ধবী। পালিয়ে যাওয়ার পর একজনের বাবা অপহরণের মামলা করলে মোবাইল ফোনের অবস্থান সূত্র ধরে পুলিশ তাদেরকে একটি হোটেল থেকে আটক করেছে বলে জানিয়েছে এনডিটিভি। সোমবার দু’জনকে আটক করা হয়েছে। পরে তাদেরকে আদালতে হিাজির করা হবে বলে জানিয়েছে পুলিশ। ওয়েবসাইট থেকে সংগ্রহ করা।

Leave a Reply