বিয়ের আসরে অতিথি সেজে মোবাইল চুরি: ৪ নারী আটক
চট্টগ্রাম : চট্টগ্রামের বিভিন্ন কমিউনিটি সেন্টারে বিয়ের আসরে অতিথি সেজে মোবাইল চুরি করছে সংঘবদ্ধ নারী চোরচক্র। বৃহস্পতিবার রাতে নগরীর পাঁচলাইশ থানার ‘কিং অব চিটাগাং’ কমিনিটি সেন্টারে একটি মোবাইল চুরির ঘটনার জের ধরে পুলিশি অভিযানে আটক হয়েছে নারী চোর চক্রের চার সদস্য।
শুক্রবার দিনভর নগরীর চান্দগাঁও থানার চেয়ারম্যান ঘাট এলাকায় অভিযান চালিয়ে পাচঁলাইশ থানা পুলিশ তাদের আটক করেছে।
আটকরা হলো- রশিদা বেগম (১৮), মুন্নি বেগম (২৫), ফাতেমা বেগম (২৫), রোজি বেগম (২৬)। তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে চুরি যাওয়া একটি আই ফোন ও একটি নোকিয়া মোবাইল ফোন।
পাঁচলাইশ থানার এসআই মনিরুল ইসলাম জানান, বৃহস্পতিবার রাতে নগরীর পাঁচলাইশ থানার একটি বিবাহ অনুষ্ঠান থেকে দু’টি মোবাইল চুরি হয়। শুক্রবার গোপন সংবাদে চন্দগাঁও থানার চেয়ারম্যান ঘাটা এলাকা অভিযান চালিয়ে রশিদা বেগমসহ মোবাইল চোর চক্রের চার সদস্য আটক করে পুলিশ। এদের কাছ থেকে দু’টি মোবাইল পাওয়া গেছে।
এ ঘটনায় চুরি যাওয়া মোবাইলগুলোর মালিক আদনীন আরা চৌধুরী বাদী হয়ে পাঁচলাইশ থানায় একটি চুরির মামলা দায়ের করেছেন।