এ প্রসঙ্গে লোপেজ বলেন, ‘আমি স্মার্টকে ভীষণ ভালোবাসি। আমরা আজীবন পরস্পরকে ভালোবেসে যেতে চাই। তাই বিয়ের ব্যাপারে কেউই এখনো কোনো সিদ্ধান্ত নেইনি। আপাতত আমরা গভীর প্রেমেই মগ্ন থাকতে চাইছি।’ সূত্রটি আরো জানিয়েছে, ২০১১ সালে মার্ক অ্যান্টনির সঙ্গে সম্পর্ক চুকে যাওয়ার পর নিঃসঙ্গ দিন পার করছিলেন লোপেজ। তবে কিছুদিনের মধ্যেই তার নিঃসঙ্গ জীবনের সঙ্গী হয়েছেন নৃত্যশিল্পী ক্যাসপার স্মার্ট। বর্তমানে ক্যাসপার (২৪) ও লোপেজ (৪৩) লিভটুগেদার করছেন। এর আগে লোপেজ ক্রিস জুড, ওজানি নোয়া এবং মার্ক অ্যান্টনিকে বিয়ে করেছিলেন। কিন্তু কারো সঙ্গেই তিন-চার বছরের বেশি সংসার করতে পারেননি তিনি। উল্লেখ্য, লোপেজের ঘরে সাবেক স্বামী মার্ক অ্যান্টনির ঔরসজাত ম্যাক্স ও অ্যামি নামের ৫ বছর বয়সী জমজ সন্তান রয়েছে। বিয়ের বিষয়ে মোটেও আগ্রহী নন ‘ড্যান্স এগেইন’খ্যাত মার্কিন গায়িকা-অভিনেত্রী জেনিফার লোপেজ। তিনি নতুন করে আর বিয়ে বন্ধনে আবদ্ধ হতে চান না। বিয়ে না করে চুটিয়ে প্রেম করাকেই যথার্থ বলে মনে করছেন তিনি। ডেইলি মেইলের খবরে জানা গেছে, গত বছর লোপেজ-স্মার্ট বাগদান সেরেছেন। এরপর কোনো প্রকার খোরপোষ ও শর্ত ছাড়াই এ প্রেমিকযুগল বিয়ে করার সিদ্ধান্ত নিয়েছিলেন। এমনকি ডিসেম্বরের শেষ দিকে তারা গাঁটছড়া বাঁধার ঘোষণাও দেন। কিন্তু এখন লোপেজ বিয়ের চেয়ে রোমান্টিক জীবন উপভোগ করতেই বেশি স্বাচ্ছন্দ্যবোধ করছেন।