বিড়ালের জন্য রেস্তোরাঁ!
বিড়ালের জন্য রেস্তোরাঁ! ‘লা ক্যাফে দেস শ্যাত’ এ রয়েছে পোষা বেড়াল নিয়ে চা পানের সুবিধা। বিড়ালের দল আপন মনে বাধা-বন্ধনহীন ছোটাছুটি করছে ঘরময়। কেউ বা নিশ্চিন্তে ঘুমিয়ে আছে আরাম কেদারায়। না এটা কোনো বিড়ালের অভয়াশ্রম নয়। এটা একটা ক্যাফে। ‘লা ক্যাফে দেস শ্যাত’– অর্থাৎ বিড়ালের ক্যাফে।
এখানে খাবারের অর্ডার দিয়ে বসে থাকতে মোটেও খারাপ লাগবে না আপনার। অর্ডার দেয়ার পর খাবার আপনার সামনে আসা পর্যন্ত সময়টা অনায়াসেই পার করে দিতে পারবেন ক্যাফেতে ঘুর ঘুর করে বেড়ানো বিড়ালদের সাথে খুনসুঁটি করে। এখানে এলে বিড়ালপ্রেমীরা পাবেন বহু পোষা বিড়ালের সঙ্গ। ফরাসি রাজধানী প্যারিসের ব্যস্ত জীবনে প্রাণিপ্রেমীদের জন্য চালু করা হয়েছে নতুন ধাঁচের এই ক্যাফে। খাওয়ার পাশপাশি এমন বিড়ালের সান্নিধ্য পেতে চাইলে আপনাকে যেতে হবে প্যারিসের ‘শিক ম্যারাইস’ এলাকায়।
ক্যাফের ব্যবস্থাপক জানালেন, প্যারিসের বাসিন্দারা ইচ্ছা করলেই তাদের পোষা বিড়ালটিকে এখানে নিয়ে আসতে পারেন বিনোদনের জন্য। চাইলে আপনার পোষা বিড়ালের লোমশ শরীরে হাত বুলিয়ে দিতে দিতে আপনি আপনার খাবার সময়টি উপভোগ্য করে তুলতে পারবেন।