বিহারে সিরিজ বোমা মোদির সভাস্থলের কাছে হামলা, নিহত ২০

27/10/2013 7:10 pmViews: 20
patna_blasts27ডেস্ক
ভারতের বিহার রাজ্যের রাজধানী পাটনার গান্ধী ময়দানে বিজেপির প্রধানমন্ত্রী প্রার্থী নরেন্দ্র মোদির সমাবেশ কেন্দ্র করে সিরিজ বোমা হামলা চালানো হয়েছে। হামলায় ২০ জন নিহত ৭৭ জন আহত হয়েছে। রবিবার স্থানীয় সময় সকাল নয়টায় প্রথম বিস্ফোরণের ঘটনা ঘটে। দুপুর ১২টা পর্যন্ত মোট ছয়টি বিস্ফোরণে কেঁপে ওঠে বিহার। খবর জি নিউজ ও টাইমস অব ইন্ডিয়ার।
ছয়টি বিস্ফোরণের মধ্যে একটি হয় মোদির সভাস্থল থেকে মাত্র ১৫০ মিটার দূরে গান্ধী ময়দানে। রবিবার পাটনায় নরেন্দ্র মোদির সভাজুড়ে ছিল সাজ-সাজ রব। বিহারের রাজধানী ঢেকে গিয়েছিল মোদির পোস্টার ও ফেস্টুনে। ঠিক এ অবস্থায় প্রথম বিস্ফোরণের ঘটানাটি ঘটে পাটনা রেল স্টেশনে।
সকাল নয়টায় পাটনা রেলস্টেশনের পাশে একটি শৌচাগারে ঘরে তৈরি বোমা বিস্ফোরণ হয়। বিস্ফোরণে এক ব্যক্তি নিহত হন বলে পাটনা জেলা পুলিশ প্রধান মনু মহারাজ জানান। বিস্ফোরণস্থলের পাশ থেকে আরও দুটি তাজা বোমা উদ্ধার করা হয়। এ ঘটনার পর পুরো এলাকা ঘিরে ফেলে পুলিশ। কে বা কারা এ বিস্ফোরণ ঘটিয়েছে তা এখনও জানা যায়নি। এখন পর্যন্ত কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। কোনো দল বা গোষ্ঠী হামলার দায়িত্ব্ব স্বীকার করেনি।
বিস্ফোরণের দ্বিতীয় ঘটনাটিও ঘটে পাটনা রেলস্টেশনে। বোমা নিষ্ক্রিয় করতে গিয়ে দ্বিতীয় বিস্ফোরণটি ঘটে। তৃতীয় বিস্ফোরণটি হয় গান্ধী ময়দানে। এ ঘটনার কিছুক্ষণ পরেই যেখানে নরেন্দ্রে মোদির নির্বাচনী সভা করার কথা ছিল। সভাস্থল থেকে মাত্র ১৫০ মিটার দূরে এ বিস্ফোরণে এক ব্যক্তি গুরুতর জখম হন। এরপর আরও তিনটি বিস্ফোরণের খবর পাওয়া যায়।
বিস্ফোরণে আহত অন্তত ৫০ জনকে চিকিত্সা দেয়া হচ্ছে বলে জানান পাটনা মেডিক্যাল কলেজ হাসপাতালের প্রধান চিকিত্সক বিমল কারাক। বিস্ফোরণের আগেই মোদির সভায় যোগ দিতে কয়েক হাজার বিজেপি সমর্থক পাটনা স্টেশনে নামেন।
আগামী বছর ভারতে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে। ওই নির্বাচন সামনে রেখে পাটনায় এ জনসভার আয়োজন করে বিজেপি। দলের সমর্থকদের পাটনায় আনা-নেয়ার জন্য বিজেপি ১১টি বিশেষ ট্রেনের ব্যবস্থা করে। বিজেপি নির্বাচনী প্রচার অভিযান শুরুর পর এই প্রথম সহিংসতার ঘটনা ঘটল।

Leave a Reply