বিস্ময় বালক মুস্তাফিজ বাংলাদেশের নতুন আবিস্কার
১৯ জুন, ২০১৫
বিস্ময় বালক মুস্তাফিজুর রহমান। ক্ষুদে এই বোলারের আগমনী বার্তা মিলেছিলো পাকিস্তানের বিপক্ষে টি২০ ম্যাচে।। সাধারণ লাইন-লেন্থ জায়গায় বল রেখে দুরন্ত সুইং আর সর্পিল গতি। বলা যায়, মুস্তাফিজের কাছেই প্রথম ওয়ানডেতে হেরে গেলো ভারত।
প্রতিটি বল যেন প্রতিপক্ষের ব্যাটের কানা ছুঁয়ে যায়। ব্যাটসম্যানদের জন্য রীতিমত আতংকের নাম এখন মুস্তাফিজ। ৩০৭ রান ওয়ানডে ম্যাচে এখন কোন ব্যাপারই না।
শিখর ধাওয়ান আর রোহিত শর্মার ৯৫ রানের ওপেনিং জুটির দারুন ব্যাটিং টাইগারদের এলোমেলো করে দিয়েছিলো। কিন্তু তরুণ পেসার তাসকিন আর বিস্ময় বালক মোস্তাফিজ সব এলোমেলো করে দিলেন। অভিষেকেই ৫ উইকেট তুলে নিয়ে ভারতের ব্যাটিংয়ে ধস নামান নবাগত এই পেসার। বিশেষ করে তরুণ মুস্তাফিজুর রহমানের অসাধারণ আবির্ভাব ভারত শিবিরকে তছনছ করে দিয়েছে। অভিষেক ম্যাচেই ৫ উইকেট। সত্যি কল্পনাকেও হার মানায়। মুস্তাফিজ তার বাম হাতের যাদুতে ভারতের অহমিকা আর দম্ভ নিমেশে ধুলায় মিশিয়ে দিলেন। অনেক চেষ্টা আর কায়দা করেও বাংলাদেশের বিপক্ষে দাঁড়াতেই পারেনি ভারত। মোস্তাফিজের বোলিং তোপের মুখে খেই হারিয়ে ফেলে ধোনির টীম। খেলায় রোহিতকে আউট করে ওয়ানডে ম্যাচে প্রথম উইকেট নেন মোস্তাফিজ। আর ভারতের পক্ষে একমাত্র রোহিতের সর্বোচ্চ সংগ্রহ ছিলো ৬৩ রান। রোহিত আউট হবার পর আর কেউই দাঁড়াতে পারেনি। শেষ বাধা জাদেজাকে আউট করে বাংলাদেশের জয় নিশ্চিত করে দেনে মোস্তাফিজ।
৩০৮ রানের লক্ষ্যে খেলতে নেমে ২২৮ রানে অলআউট হয়েছে ভারত। প্রথম ম্যাচেই ৭৯ রানের বিশাল জয় পেলো বাংলাদেশ। আর এটার জন্য সবার আগে কৃতিত্ব দিতে হয় মোস্তাফিজকেই।