বিসিবি চাকরিচ্যুত না করলেও ডমিঙ্গোই চাকরি ছাড়লেন।
সম্প্রতি দেশের এক গণমাধ্যমের সঙ্গে আলাপকালে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) বিরুদ্ধে অনেক অভিযোগ তোলেন ডমিঙ্গো। এজন্য তাকে কারণ দর্শানোর নোটিশ দেয়ার প্রস্তুতি নিচ্ছিল বিসিবি। তবে বোর্ডের নোটিশ পাওয়ার আগেই চাকরি ছেড়ে দিয়েছেন ডমিঙ্গো। গণমাধ্যমকে নিজেই খবরটি নিশ্চিত করেছেন তিনি।
২৭শে আগস্ট থেকে শুরু হচ্ছে এশিয়া কাপের পঞ্চদশ আসর। টি-টোয়েন্টি ফরম্যাটের টুর্নামেন্টটির কোনো দায়িত্বে রাখা হয়নি ডমিঙ্গোকে।
ভারতীয় কোচ শ্রীধরনের অধীনে আরব আমিরাতে যায় বাংলাদেশ ক্রিকেট দল। এরমধ্যে দক্ষিণ আফ্রিকায় ফিরে যান ডমিঙ্গো। দেশে ফিরে পরিবারের সঙ্গে কথা বলে চাকরি ছাড়ার সিদ্ধান্ত নেন তিনি।
বিসিবির সূত্রের খবর, চুক্তি অনুসারে ডমিঙ্গো এখনো বাংলাদেশের কোচ। তাছাড়া বুধবার পর্যন্ত কোনো পদত্যাগ পত্র তিনি বোর্ডের কাছে জমা দেননি।
টি-টোয়েন্টির দায়িত্ব থেকে অব্যাহতি দেয়া হলেও টেস্ট এবং ওয়ানডে কোচের পদে ছিলেন রাসেল ডমিঙ্গো।
আগামী তিন মাস এশিয়া কাপ, ত্রিদেশীয় সিরিজ ও টি-টোয়েন্টি বিশ্বকাপে টাইগাদের দায়িত্ব সামলাবেন শ্রীধরন শ্রীরাম। আগামী ৩০শে আগস্ট এশিয়া কাপে শুরু হবে ভারতীয় কোচের যাত্রা। সেদিন আফগানিস্তানের বিপক্ষে মাঠে নামবে সাকিব আল হাসানরা।
আগামী ২৭শে আগস্ট এশিয়া কাপের উদ্বোধনী ম্যাচে শ্রীলঙ্কা-আফগানিস্তান মুখোমুখি হবে। ২৮শে আগস্ট হাই ভোল্টেজ ম্যাচে ভারতের মোকাবিলা করবে পাকিস্তান।