বিশ্ব জুড়ে পরমাণু অস্ত্র প্রতিযোগিতা চান ট্রাম্প!

25/12/2016 11:14 amViews: 6
বিশ্ব জুড়ে পরমাণু অস্ত্র প্রতিযোগিতা চান ট্রাম্প!
 
বিশ্ব জুড়ে পরমাণু অস্ত্র প্রতিযোগিতা চান ট্রাম্প!
প্রেসিডেন্ট হিসাবে শপথ নেয়ার আগেই গোটা বিশ্বকে পারমাণবিক অস্ত্র প্রতিযোগিতায় সামিল হওয়ার আহ্বান জানালেন যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পরমাণু অস্ত্র প্রসঙ্গে এক টুইটে তিনি এ আহ্বান জানান। এতে ট্রাম্প লিখেছেন, আমেরিকাকে তার পারমাণবিক অস্ত্রভান্ডার আরও শক্তিশালী করতে হবে। এবং পারমাণবিক অস্ত্র নিয়ে গোটা দুনিয়ার হুঁশ না ফেরা পর্যন্ত তার বিস্তারও বাড়িয়ে যেতে হবে। তার মতে, দুনিয়াজোড়া একটা পারমাণবিক অস্ত্র প্রতিযোগিতা হওয়া উচিত। তা হলেই বিষয়টা পরিষ্কার হয়ে যাবে।
তার এমন মন্তব্যে গোটা দুনিয়া জুড়ে শোরগোল পড়ে গিয়েছে। কূটনীতিকদের ধারণা, ট্রাম্প বিনা কারণে এমন টুইট করেননি। সম্ভবত এর মাধ্যমে রাশিয়াকে চাপে রাখতে চেয়েছেন তিনি।  বৃহস্পতিবার রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনও রাশিয়ার পরমাণু শক্তি বাড়ানো উচিত বলে মন্তব্য করেন। তিনি বলেন, রাশিয়ার সামরিক বাহিনী যে কোনও শত্রুকে পরাস্ত করতে সক্ষম, তবু তার মতে-রাশিয়ার নিজেদের পারমাণবিক ক্ষমতা আরও বাড়ানো উচিত।
কারও নাম না করলেও ট্রাম্পের টুইটটি আসলে পুতিনের সেই মন্তব্যেরই জবাব বলে ধারণা কূটনীতিকদের একাংশের। তবে ট্রাম্প যাই বলুন, আমেরিকাকে যে পুতিন যোগ্য প্রতিদ্বন্দ্বী হিসেবে দেখেন না, সে কথাও শুক্রবার স্পষ্ট করে দিয়েছেন তিনি।
যদিও হোটাইট হাউসের মুখপাত্র সিয়ান স্পাইসার জানিয়েছেন, প্রেসিডেন্ট ইলেক্ট আদতে পরমাণু শক্তির লড়াই চান না। ওই মুখপাত্রের দাবি, পরমাণু অস্ত্র নিয়ে অন্য কোনও দেশের হুঁশিয়ারি শুনে তিনি যে মোটেও পিছিয়ে আসা বা সেটা বরদাস্ত করার মানুষ নন, গোটা বিশ্বকে সেই বার্তাই দিতে চেয়েছেন তিনি।

Leave a Reply