বিশ্ব খাদ্য পুরস্কার পাচ্ছেন ব্রাকের ফজলে হাসান আবেদ

02/07/2015 5:47 pmViews: 6
বিশ্ব খাদ্য পুরস্কার পাচ্ছেন ব্রাকের ফজলে হাসান আবেদ


 ০২ জুলাই, ২০১৫

ব্র্যাকের প্রতিষ্ঠাতা স্যার ফজলে হাসান আবেদ এ বছরের বিশ্ব খাদ্য পুরস্কারের জন্য মনোনিত হয়েছেন।

বুধবার ওয়াশিংটনে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক অনুষ্ঠানে দেশটির কৃষিমন্ত্রী টমাস ভিলস্যাক এ আবেদের নাম ঘোষণা করেন।

আগামী অক্টোবরে এক অনুষ্ঠানের মাধ্যমে পুরস্কারের আড়াই লাখ মার্কিন ডলার তুলে দেয়া হবে আবেদের হাতে।

ওয়ার্ল্ড ফুড প্রাইজ ফাউন্ডেশনের এক বিবৃতিতে বলা হয়, ব্র্যাক গড়ে তোলার পেছেনে অনন্য অবদানের স্বীকৃতি হিসাবে ৭৯ বছর বয়সী স্যার ফজলে হাসান আবেদকে এ পুরস্কারের জন্য মনোনীত করা হয়েছে।

মানুষের জন্য খাদ্য সহজলভ্য করতে এবং এর মান উন্নয়নে যারা কাজ করছেন, তাদের সাফল্যের স্বীকৃতি হিসাবে ওয়ার্ল্ড ফুড প্রাইজ ফাউন্ডেশন প্রতিবছর এ পুরস্কার দেয়।

১৯৭২ সালে মুক্তিযুদ্ধের পর যুদ্ধবিধ্বস্ত দেশে বিপর্যস্ত মানুষকে ত্রাণ সহায়তা প্রদানের লক্ষ্যে ফজলে হাসান আবেদের নেতৃত্বে ব্র্যাক প্রতিষ্ঠিত হয়। বর্তমানে এশিয়া, আফ্রিকা ও ক্যারিবীয় অঞ্চলের ১১টি দেশের সাড়ে তের কোটি মানুষ ব্র্যাকের সেবার আওতাভুক্ত।

Leave a Reply