বিশ্ব কাপ ট্রফি এখন বাংলাদেশে

17/12/2013 11:49 amViews: 6

মাত্র কয়েক ঘণ্টা বাদেই ঢাকায় আসছে বহুল আলোচিত ফিফা বিশ্বকাপ ট্রফি। সংযুক্ত আরব আমিরাত থেকে কোকা-কোলা ও ফিফার ভাড়া করা বিশেষ বিমানে আজ দুপুর ১টা ৬ মিনিটে ঢাকায় এসে পৌঁছানোর কথা ট্রফিটির। আগামী শুক্রবার সকাল সাড়ে ৯টায় ভুটানের উদ্দেশে ঢাকা ছেড়ে যাবে ট্রফিটি। এরপর যাবে নেপাল ও ভারতে।

এবারই প্রথম বারের মত বিশ্বকাপ ফুটবলের আসল ট্রফি আসছে বাংলাদেশে। এর আগে ট্রফির রেপ্লিকা ঢাকায় এসেছিল ২৭ এপ্রিল ২০০২ সালে। দীর্ঘ এগারো বছর পর আবারও নিজ দেশে ফুটবলের সেরা প্রতীক দেখার সুযোগ পাচ্ছে ফুটবলপ্রেমীরা। তবে এবার আর রেপ্লিকা নয়, আসছে আসল ট্রফিই।

বাংলাদেশে আসার পর ট্রফিটি শাহজালাল বিমানবন্দরে গ্রহণ করবেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি কাজী মোঃ সালাউদ্দিন। সন্ধ্যায় ট্রফিটি কড়া নিরাপত্তার মধ্য দিয়ে নিয়ে যাওয়া হবে বঙ্গভবনে রাষ্ট্রপতি অ্যাডভোকেট আবদুল হামিদের কাছে।

দুপুরে এয়ারপোর্ট থেকে ট্রফিটি নেয়া হবে হোটেল রেডিসনে। সন্ধ্যা ৬টায় সেখানে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।  সংবাদ সম্মেলনে উপস্থিত থাকবেন কাজী সালাউদ্দিন। বুধবার বঙ্গবন্ধু স্টেডিয়ামে সারাদিন রাখা হবে ট্রফিটি। কোকা-কোলার পক্ষ থেকে ১৫ হাজার আমন্ত্রিত দর্শক আসবে এই প্রদর্শনীতে। ট্রফি প্রদর্শনের জন্য কোন প্রকার টিকেট বিক্রি করা হবে না। এর মধ্যে ৯ হাজার দর্শক কোকা-কোলার ক্যাম্পেনের মাধ্যমে এবং ৬ হাজার দর্শক বাফুফের সৌজন্যে বিশেষ ব্যবস্থায় (এদের মধ্যে থাকবে সংবাদকর্মী, গরিব-দুস্থ, অনাথ ও ছিন্নমূল শিশুরা)। ১৯ ডিসেম্বরও একই ভেন্যুতে প্রদর্শন করা হবে ট্রফিটি। দর্শকদের জন্য সেদিন সময় সাড়ে সাতটা থেকে বিকেল তিনটা পর্যন্ত। এর পরই ঢাকা ছাড়বে ট্রফি।

ট্রফির নিরাপত্তার জন্য গঠন করা হয়েছে তিনটি সাব-কমিটি। ট্রফি ও দর্শকদের জন্য নেয়া হবে বিশেষ নিরাপত্তা। থাকবে পুলিশ, র‌্যাব, সিআইডি, এনএসআই, ফায়ার সাভির্সসহ অনেক নিরাপত্তা সংস্থা। নিরাপত্তা বলয় গড়ে তোলা হবে কয়েকটি স্তরে।

দর্শকরা ট্রফিটি দেখার সুযোগ পেলেও স্পর্শ করার উপর নিষেধাজ্ঞা আছে। সেলফোন নেয়া যাবে তবে ট্রফির ছবি তোলা যাবে না।  নিষিদ্ধ আগ্নেয়াস্ত্র নেয়া যাবে না, ব্যারিকেড অতিক্রম করা যাবে না ইত্যাদি নিয়মকানুন মেনেই দেখতে হবে বিশ্বকাপের ট্রফি।

এদিকে ঢাকায় শেষ হয়েছে বিশ্বকাপ ট্রফিকে স্বাগত জানানোর সব প্রস্তুতি। দিন-রাত কাজ করছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশন ও কোকা-কোলার কর্মীরা। ঢাকায় ফুটবলপ্রেমীরা দেখতে পারবেন বিশ্বকাপের ট্রফিটি। ১৭ ডিসেম্বর থেকে ১৯ ডিসেম্বর থাকবে নানা জমকালো আয়োজন। ফুটবলভক্তদের জন্য থাকছে রকমারি মজার মজার প্রতিযোগিতা আর বিশ্বকাপের সঙ্গে স্মৃতি ধরে রাখার ‘ফটোসেশন’।

বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের মশাল গেট দিয়ে নির্ধারিত সময়ে  ঢুকে ট্রফি দেখে ছবি তোলার সুযোগ পাবেন তাঁরা। ছবি তোলার সঙ্গে সঙ্গে ছবিটি সেই ব্যক্তির হাতে দিয়ে দেয়া হবে। এরপর ভিআইপি গেট দিয়ে বেরিয়ে যাবেন তিনি। প্রত্যেকে দেড় ঘণ্টা করে মাঠে থাকার সুযোগ পাবেন।

২৬৭ দিনে ৮৯টি দেশ পরিভ্রমণ করবে বিশ্বকাপের ট্রফি। আনুষ্ঠানিক ভ্রমণ শুরু হয়েছে গত ১২ সেপ্টেম্বর, ব্রাজিলের রিও ডি জেনিরো শহর থেকে। ব্রাজিল বিশ্বকাপের থিম সং গাইবেন ব্রাজিলীয় বংশোদ্ভূত যুক্তরাষ্ট্র প্রবাসী গায়ক ডেভিড কোরি। বিভিন্ন ভাষায় গানটি গাওয়া হবে। বাংলায় গানটি রূপান্তরের চেষ্টা চলছে। ফুয়াদ আল মুক্তাদির গানটি তৈরি করবেন। তবে কে গাইবেন তা এখনও ঠিক হয়নি।

Leave a Reply