বিশ্ব একাদশের হয়ে ঝড় তুললেন রাজ্জাক

09/08/2015 8:25 pmViews: 6

বিশ্ব একাদশের হয়ে ঝড় তুললেন রাজ্জাক

 


বিশ্ব একাদশের হয়ে ঝড় তুললেন উপেক্ষিত রাজ্জাক

বিডিলাইভ ডেস্ক: জাতীয় দলে উপেক্ষিত নন্দিত ক্রিকেটার আবদুর রাজ্জাক। বিশ্ব একাদশের হয়ে ব্যাট ধরার সুযোগ হয় তার। এখানেই জানিয়ে দেন নিজের পরিচয়। তারকারাজির মাঝে যেন তেলে বেগুনে জ্বলে ওঠেন তিনি। বিশ্ব একাদশের হয়ে বাংলাদেশের তিনজন খেলোয়ার এই ম্যাচে অংশ নিয়েছেন।

এরা হলেন, আমিনুল ইসলাম বুলবুল, সোহাগ গাজী ও আব্দুর রাজ্জাক। এই ম্যাচে ব্যাট হাতে রাজ্জা অপরাজিত থাকেন  ১৬ রানে। এছাড়া তিনি বল হাতে চার ওভারে ১১ রান দিয়ে পান দুই উইকেট।

২০ ওভারের খেলায় ১৯ ওভারের প্রথম বলে ছয় মেরে বল স্টেডিয়ামের বাইরে পাঠিয়ে দেন তিনি। তার ছক্কা মারা বলটি আর খুঁজে পাওয়া যায়নি। বিশ্ব একাদশের হয়ে ব্যাট হাতে নিয়েই এ যেন রাজ্জাকের তাক লাগানো কাণ্ড।

পরে নতুন বল নিয়ে খেলা পুনরায় শুরু করা হয়। কিন্তু পরের বলেই রাজ্জাক আবার ছয় মারেন। রাজ্জাকের ঝড়ে বিশ্বএকাদশ জয় পায় ৩৭ রানে।

Leave a Reply