বিশ্ব ইজতেমা শেষ পর্ব আজ থেকে শুরু
আজ থেকে শুরু হচ্ছে বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব। ২রা ফের্রুয়ারি রবিবার দুপুরে আখেরি মোনাজাতের মাধ্যমে শেষ হবে এ বারের বিশ্ব ইজতেমা। দ্বিতীয় পর্বের সকল প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বে যোগ দিতে জামাতবদ্ধ মুসুল্লীরা বুধবার থেকেই তুরাগ তীরে ইজতেমা মাঠে আসছেন। আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের সংখ্যা ও প্রস্তুতি আগের পর্বের মতোই রয়েছে বলে জানিয়েছেন গাজীপুরের অতিরিক্ত পুলিশ সুপার মো. মিজানুর রহমান। ইতোমধ্যে শীত ও কুয়াশা উপেক্ষা করে দেশ-বিদেশের লাখ লাখ ধর্মপ্রাণ মুসল্লি ইজতেমা মাঠে এসে উপস্থিত হয়েছেন। তারা জেলাওয়ারী মাঠের ৩৮টি খিত্তায় অবস্থান করছেন। মুসুল্লীদের আল্লাহু আকবার জিকিরে ইজতেমাস্থলে এখন ধর্মীয় পরিবেশ বিরাজ করছে। এবারও বিশ্বইজতেমা উপলক্ষে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে। এর আগে গত শক্রবার থেকে রবিবার পর্যন্ত ইজতেমার প্রথম পর্ব অনুষ্ঠিত হয়।