বিশ্ব ইজতেমায় ২৮টি বিশেষ ট্রেন
রেলপথ মন্ত্রী মো. মুজিবুল হক বলেছেন, বিশ্ব ইজতেমার মুসল্লী ও যাত্রীসাধারণের যাতায়াতের সুবিধার্থে বাংলাদেশ রেলওয়ে ২৮টি করে বিশেষ ট্রেন পরিচালনা করবে। মঙ্গলবার রাজধানীর রেলভবনে এক সংবাদ সম্মেলনে তিনি এই তথ্য জানান।
মুজিবুল হক বলেন, ইজতেমার প্রথম দিন শুক্রবার ঢাকা-টঙ্গী-ঢাকা রুটে দুইটি ‘জুমা বিশেষ ট্রেন’ পরিচালনা করা হবে।
তিনি জানান, বিশ্ব ইজতেমার আখেরি মোনাজাতের আগের দুইদিন জামালপুর ও আখাউড়া থেকে দুইটি করে চারটি ট্রেন এবং আখেরি মোনাজাতের আগের দিন লাকসাম-টঙ্গী রুটে একটি ট্রেন পরিচালনা করা হবে।
রেলমন্ত্রী বলেন, আখেরি মোনাজাতের দিন ঢাকা-টঙ্গী রুটে ৭টি, টঙ্গী-ঢাকা রুটে সাতটি, টঙ্গী-লাকসাম রুটে একটি, টঙ্গী-আখাউড়া রুটে দুইটি এবং টঙ্গী-ময়মনসিংহ রুটে চারটিসহ মোট ২১টি ‘আখেরি মোনাজাত ট্রেন’ পরিচালনা করা হবে।
মুজিবুল হক জানান, টঙ্গী স্টেশনে ৩৮টি মেইল এক্সপ্রেস, কমিউটার ও লোকাল ট্রেনের বিরতি রয়েছে। আখেরি মোনাজাতের আগের পাঁচদিন ঢাকা অভিমুখী সকল আন্তঃনগর ট্রেন (২৯টি) দুই মিনিট করে থামবে। তিনি বলেন, আখেরি মোনাজাতের দিন ৫৮টি আন্তঃনগর ট্রেন ও আখেরি মোনাজাতের পর দিন ১৫টি আন্তঃনগর ট্রেন টঙ্গী স্টেশনে ২ মিনিট করে থামবে।
বিশ্ব ইজতেমার সময় রেলওয়ের ‘অফ ডে’ প্রত্যাহার প্রসঙ্গে রেলপথ মন্ত্রী বলেন, ১০ ও ১৭ জানুয়ারি রোববার ৭২১-৭২২ মহানগর প্রভাতী-গোধূলী, ১১ ও ১৮ জানুয়ারি সোমবার ৭০৭-৭০৮ তিস্তা এেপ্রস এবং ৮ ও ১৫ জানুয়ারি শুক্রবার ৭০১-৭০২ সূবর্ণ এক্সপ্রেস ট্রেনগুলো সাপ্তাহিক বন্ধের দিনও চলাচল করবে।
তিনি জানান, বিশেষ ট্রেন পরিচালনার সুবিধার্থে সূবর্ণ এেপ্রস, তিস্তা এেপ্রস, কালনী এক্সপ্রেস, মহুয়া এক্সপ্রেস, তুরাগ এক্সপ্রেস, ঢাকা-নারায়ণগঞ্জ কমিউটার, ঢাকা-টঙ্গী কমিউটার, ঢাকা-জয়দেবপুর কমিউটার এবং ঢাকা-কুমিল্লা কমিউটার অখেরি মোনাজাতের দিন বন্ধ থাকবে।
মন্ত্রী জানান, বিশ্ব ইজতেমা উপলক্ষে যাত্রী ও মুসল্লীদের যাতায়াতের সুবিধার্থে সকল আন্তঃনগর মেইল এক্সপ্রেস ও লোকাল ট্রেনে ২০টি অতিরিক্ত কোচ (বগি) সংযোজন করা হবে।
নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কে রেলপথমন্ত্রী জানান, বিশ্ব ইজতেমা উপলক্ষে ঢাকা থেকে জয়দেবপুর পর্যন্ত সকল স্টেশনে আইন-শৃঙ্খলা রক্ষার সুবিধার্থে পুলিশ এবং নিরাপত্তা বাহিনী নিয়োগের ব্যবস্থা করা হবে। টঙ্গী রেলস্টেশন প্লাটফর্মে একটি পুলিশ কন্ট্রোল রুম সার্বক্ষণিক চালু থাকবে।
তিনি বলেন, কর্তব্যরত অতিরিক্ত-সহকারী পুলিশ সুপার এবং একজন প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেটের অস্থায়ী অফিস থাকবে।
তিনি বলেন, জয়দেবপুর, ধীরাশ্রম, টঙ্গী, বিমানবন্দর, তেজগাঁও, কমলাপুর স্টেশন, টঙ্গী লেভেলক্রসিং, বনমালা লেভেলক্রসিং গেট ও তুরাগ ব্রিজে পুলিশ মোতায়েন করা হবে।
ইজতেমা শুরুর তিনদিন আগ থেকে আখেরি মোনাজাত পর্যন্ত নারায়ণগঞ্জ থেকে ময়মনসিংহ এবং আখাউড়া থেকে টাঙ্গাইল পর্যন্ত রেলওয়ে ট্র্যাক ও ব্রিজ নজরদারির জন্য টহল দেয়া হবে।
তিনি জানান, মুসল্লিদের সুবিধার্থে টঙ্গী স্টেশনে একটি অস’ায়ী চিকিত্সা কেন্দ্র স্থাপন করা হবে।
মন্ত্রী জানান, যাত্রী ও মুসল্লীদের সুবিধার্থে ঢাকা স্টেশনে ৭০টি ও টঙ্গী স্টেশনে ৫০টি কাউন্টার থেকে টিকিট বিক্রি করা হবে।
এক প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, টঙ্গী স্টেশনে নিরাপত্তার জন্য ১৬টি সিসিটিভি ক্যামেরা বসানো হয়েছে।-বাসস।