বিশ্ব ইজতেমায় ১৫০ দেশের ৫০ হাজার মুসল্লি যোগ দেবে
ঢাকা: বিশ্ব ইজতেমার ৪৯তম আসরে এবার পৃথিবীর ১৫০টি দেশ থেকে প্রায় ৫০ হাজার বিদেশি মুসল্লি যোগ দেবে। ইজতেমায় প্রথম দিন থেকেই ভারত ও পাকিস্তানের ওলামারা বয়ান দেবেন।বিশ্ব ইজতেমা প্রস্তুতি ও বাস্তবায়ন কমিটি সূত্রে এ তথ্য জানা যায়।
বিশ্ব ইজতেমা পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মুসলিম গণজমায়েত। এ ইজতেমা আগামী ২৪ জানুয়ারি থেকে শুরু হয়ে দুই দফায় চলবে দুই ফেব্রুয়ারি পর্যন্ত।
এজন্য দশদিন আগ থেকেই চলছে ইজতেমা সফল করার সব ধরনের প্রস্তুতি। স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে চলছে এ ইজতেমা প্রস্তুতির মহাকর্মযজ্ঞ।
বুধবার সরেজমিন পরিদর্শনে দেখা যায়, ইজতেমায় আগেই চলে আসা শত শত মুসল্লি তাঁবু টানানোসহ বিভিন্ন কাজে ব্যস্ত সময় কাটাচ্ছেন। মুসল্লিরা বাঁশ টানছেন, বিদ্যুতের খুঁটিতে বিদ্যুৎ সংযোগ দিচ্ছেন, অনেকে আবার আগত দেশি-বিদেশি মুসল্লিদের রান্নার কাজে সহায়তা করছেন।
বিশ্ব ইজতেমার নিরাপত্তায় প্রতিবছরের মতো এবারও থাকছে আইনশৃঙ্খলা বাহিনীর তিনস্তরের নিরাপত্তা। এজন্য এখন থেকেই চলছে সিসি ক্যামেরা স্থাপন, ওয়াচ টাওয়ারসহ চেকপোস্ট তৈরির কাজ। মুসল্লিদের পাশাপাশি মাঠে কাজ করছে র্যাব ও সেনাসদস্যরা। তারা বিভিন্ন জায়গায় সিসি ক্যামেরা বসাতে ব্যস্ত।
বিশ্ব ইজতেমায় স্থাপিত র্যাব ক্যাম্প সূত্র জানায়, প্রস্তুতি ভালভাবে এগিয়ে চলছে। যথাসময়ে ইজতেমা শুরু হবে। ইজতেমার নিরাপত্তা নিশ্চিত করতে আইন-শৃংখলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে প্রয়োজনীয় সব ব্যবস্থা নেয়া হয়েছে।