বিশ্বের সেরা সুন্দরীর তালিকায় ৪ নম্বরে ঐশ্বরিয়া
মুম্বাই: বিশ্বের সেরা সুন্দরী নারীর তালিকায় চার নম্বরে ওঠে এসেছেন বলিউড অভিনেত্রী ও সাবেক বিশ্বসুন্দরী ঐশ্বরিয়া রাই বচ্চন। হলিউড বুজের করা এক জরিপে এ তথ্য ওঠে এসেছে।
২০১৩-১৪ সালের বিশ্বের সেরা বুদ্ধিমান, আকাঙ্খিত ও সফলতম নারী নির্বাচিত করতে বিশ্বের ৪০ লাখেরও বেশি মানুষ ওই জরিপে অংশ নেন।
সেরা সুন্দরী নারীদের তালিকায় জায়গা পাওয়ার পর ঐশ্বরিয়া রাই বলেন, “এটা অনেক আনন্দের যে সমগ্র ৪০ লাখ মানুষ ভোট দিয়ে বিশ্বের সুন্দরী ও প্রতিভাবান এসব নারীদের সঙ্গে আমাকে অন্তর্ভূক্ত করেছে। এজন্য আমি আমার সব শুভাকাঙ্খীদের অনেক বেশি ধন্যবাদ ও ভালোবাসা জানাচ্ছি।”
বিশ্বের সেরা সুন্দরী নারীর তালিকায় প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থানে আছেন মনিকা বেলুচি, কেপ আপটন ও অ্যাঞ্জেলিনা জোলি। ২৯তম অবস্থানে আছেন আরেক বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোন।