বিশ্বের সব চাইতে “ভয়াবহ” ছয় শহর!

06/04/2014 10:16 pmViews: 21

 

 

12.jpg যারা ভ্রমন প্রিয় তারা সকলেই বেশ আনন্দের সাথে বিভিন্ন দেশ বিদেশ, শহর গ্রামগঞ্জ ঘুরে বেড়ান। তাদের কাছে বিভিন্ন জায়াগায় ঘোরাফেরা বিভিন্ন মানুষের সাথে মেলামেশা এক ধরণের নেশা। তারা এই নেশা পূরণ করতে পৃথিবীর যে কোনো জায়গায় যেতে পারেন। কিন্তু অচেনা অজানা জায়গায় ঘোরার নেশা কিছু কিছু ক্ষেত্রে হতে পারে মারাত্মক। কীভাবে? পৃথিবীতে এমন কিছু শহর রয়েছে যাদেরকে বিশ্বের সব চাইতে ভয়াবহ শহর হিসেবে আখ্যায়িত করা হয়েছে। যে শহরগুলো ঘুরাঘুরির জন্য বেশ অনিরাপদ। চলুন তবে চিনে নেয়া যাক বিশ্বের সব চাইতে বিপদজনক শহরগুলোকে।
2.jpg
বারকুইসিমেটো, ভেনিজুয়েলা

 

এই শহরটিতে ১০ লাখের অধিক মানুষের বসবাস, কিন্তু তারপরও এটি একটি বিপদজনক ও অনিরাপদ শহর হিসেবেই সকলে জানেন। প্রায় প্রতিদিনই এই শহরে খুন হন অনেক মানুষ। বিশেষ করে ঘুরতে আসা টুরিস্টরা শিকার হন এই নৃশংসতার। আর সেজন্যই টুরিস্টদের জন্য এটি বেশ বিপদজনক জায়গা।
31.jpg
পেশোয়ার, পাকিস্তান

 

অনেক প্রাচীন ও ঐতিহ্যবাহী নিদর্শনের শহর পাকিস্তানের পেশোয়ার। কিন্তু অনেক বেশি বিপদজনক এই শহরটি। প্রায় প্রতিদিনই এই শহরে বিস্ফোরিত হয় বোমা। তাই ঘোরার অনেক জায়গা থাকলেও এই শহরটি এড়িয়ে চলেন টুরিস্টরা।
4.jpg
সানা, ইয়েমেন

 

অসাধারণ সুন্দর এই শহরটি সকলের কাছে ভয়াবহ সুন্দর নামেই বেশি পরিচিত। রাজনৈতিক অস্থিরতার এই শহরটি যে কারো জন্য অনেক বেশি মাত্রায় বিপদজনক।
5.jpg
অ্যাকপৌল্কো, মেক্সিকো

 

৫ বছর আগেও এই শহরের সমুদ্র সৈকতে ভিড় করতেন নানা দেশের প্রচুর টুরিস্ট। কিন্তু বর্তমানে এই সৈকতের শহরটি সকলের কাছে একটি বিভীষিকার মতো। ড্রাগ ও চোরাচালানের জন্য এই শহরে ছিনতাই, হত্যা এতো বেশি বেড়ে গিয়েছে যে সাধারণ মানুষই এই শহর থেকে পালিয়ে বাঁচতে চান।

 

ডিস্ট্রিটো সেন্ট্রাল, হন্ডুরাস
6.jpg
হন্ডুরাসের এই বিশাল শহরটি বিশ্বের সব চাইতে বেশি খুন হওয়া শহরের রেকর্ড ধারণ করে বসে আছে। মাফিয়ার উপস্থিতি, রাজনৈতিক অস্থিরতা এবং অতিরিক্ত মাত্রায় দারিদ্রতা এই শহরটিকে করেছে অনেক বেশি বিপদজনক একটি জায়গা।

 

7.jpg

 

ম্যাসেইয়ো, ব্রাজিল
সব চাইতে বেশি খুন হওয়া দেশের মধ্যে ব্রাজিল অন্যতম। ব্রাজিলের ম্যাসেইয়ো শহরে প্রতিবছর প্রায় ১ লাখ মানুষের মধ্যে খুন হন ১৩৫ জন। তাই সকল টুরিস্ট অসাধারণ সুন্দর এই শহরটিকে সতর্কতার সাথে চলাফেরা করেন।

Leave a Reply