বিশ্বের ব্যস্ততম ১০ পর্যটন শহর
প্রতিবছর বিশ্বের নানা প্রান্তের লোকজন ছুটে আসে এসব শহরে। দিন কি রাত, টুরিস্টদের আনাগোনা এখানে নিত্যদিনের। আকর্ষণীয় পর্যটন ব্যবস্থাপনা,পাঁচ তারকা মানের বিলাশ বহুল হোটেল,অ্যামিউজমেন্ট পার্ক, প্রকৃতির অসাধারণ সব নৈসর্গিক দৃশ্য আর পরিবেশ এবং মানুশের সৃষ্টি আশ্চর্য সব স্থাপনা এই শহরগুলোকে করে তুলেছে পৃথিবীর সবচাইতে বেশি সংখ্যার পর্যটকদের পছন্দের যায়গা। সেই ব্যস্ততম ১০টি পর্যটন শহরের মধ্যে
১. প্যারিস
রোমান্স, অসাধারণ সব স্থাপত্য শৈলী এবং পৃথিবীর অন্যতম সব শ্রেষ্ঠ জাদুঘরের শহর প্যারিস। বলার অপেক্ষা রাখে না যে প্যারিসের সৌন্দর্য ও ইতিহাসের প্রতিনিধি আইফেল টাওয়ার এই শহরের সব চাইতে বড় টুরিস্ট আকর্ষণ। এছাড়াও Eiffel Tower, Notre Dame Cathedral, Les Invalides, Louvre Museum এগুলো তো আছেই। ফ্রেঞ্চ খাবারের তাজা স্বাদ? সে তো আছেই বাড়তি পাওনা। এসবের আকর্ষণে ফ্রান্সের রাজধানী প্যারিসে প্রতিবছর গড়ে ১৪.৮ মিলিয়ন আন্তর্জাতিক টুরিস্ট বেড়াতে আসেন।
২.লন্ডন
ইংল্যান্ডে অবস্থিত লন্ডন শহরে প্রতিবছর প্রায় ১৪ মিলিয়ন মানুষ বেড়াতে আসেন। আকর্ষণীয় সব ইংলিশ ডিজাইনের উদ্যান এবং বাগান, বিখ্যাত সব জাদুঘর এবং প্রাচীন স্থাপত্যকলার নিদর্শন– এসবই এই শহরের মুখ্য আকর্ষণ। কোনটা রেখে কোনটা দেখবেন, ভাবতে আপনাকে হবেই । বিশেষ করে Trafalgar Square, Covent Garden, London Eye, London Zoo, The Natural History Museum, The Globe Theatre, The Charles Dickens Museum and Madame Tussauds Museum, Big Ben ইত্যাদি।
৩. ব্যাংকক
থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে প্রতিবছর ১০.২ মিলিয়ন পর্যটক বেড়াতে আসেন। এশিয়ার শহরগুলোর মধ্যে টুরিস্ট আকর্ষণের ক্ষেত্রে এক নম্বরেই আছে থাইল্যান্ডের নাম। Grand Palace, Wat Pho and Wat Arun এর অন্যতম প্রধান আকর্ষণ। সেই সাথে হাজার বছরের এশীয় ঐতিহ্য আর সংস্কৃতিই টুরিস্টদের বেশি আকর্ষণ করার অন্যতম কারণ। সাথে বিশ্বখ্যাত থাই খাবারের স্বাদতো আছই।
৪. সিঙ্গাপুর
বিশ্বের অন্যতম প্রধান অর্থনৈতিক কেন্দ্র সিঙ্গাপুর পর্যটকদের কাছেও সমান জনপ্রিয় এক শহর। এই শহরে বার্ষিক প্রায় ৯.৭ মিলিয়ন দর্শক আসেন। এর ক্যাসিনো এবং রিসোর্টগুলো পর্যটকদের কাছে অন্যতম আকর্ষণ। সেই সাথে সিঙ্গাপুরে আছে ভোজন রসিকদের রসনা বিলাসের নানা আয়োজন। আর বিলাসী পণ্যের বিশাল সমাহার তো আছেই। মন ভরে করতে পারবেন শপিং।
৫. কুয়ালালামপুর
মালয়েশিয়ার কুয়ালালামপুরে বিশ্বের অন্যতম উঁচু বিল্ডিং Petronas Towers এর দেখা মিলবে। সাথে মালয়েশিয়ার নানারঙের আর নানা ঢঙের বিচিত্র সব সংস্কৃতির হাতছানিতো আছেই। বিভিন্ন ধর্মের মানুষের চমৎকার সহবস্থান আছে আছে এই শহরে, যা আপনাকে মুগ্ধ করবেই করবে। আর তাইতো প্রতি বছর ৮.৯ মিলিয়ন দর্শক আসে এর খোঁজে।
৬. নিউ ইয়র্ক
Empire State Building, Statue of Liberty, Ellis Island, Broadway theater productions, বিখ্যাত যাদুঘরগুলো যেমন The Metropolitan Museum of Art, The Natural History Museum ,এমনকি সবুজ পার্কগুলো যেমন Central Park ,Washington Square Park, Rockefeller Center, Times Square ইত্যাদি। তাইতো বছরে এই শহরে প্রায় ৮.৭ মিলিয়ন পর্যটকের আনা-গোনা লেগেই থাকে।
৭.দুবাই
সংযুক্ত আরব আমিরাতের অন্যতম প্রধান এক আমিরাত দুবাই। আধুনিক বিশ্বের সবচেয়ে চিত্তাকর্ষক স্থাপত্যের জয়জয়কার এই শহরটি ঘিরে। বার্ষিক ৭.৬ মিলিয়ন দর্শক নিয়ে এটি সপ্তম স্থান দখল করে আছে টুরিস্টদের আনাগোনাতে। দুবাইয়ের বুকে একের পর এক গড়ে উঠা জটিল, বিশ্বের সব চাইতে উঁচু সব স্থাপনা আর স্থাপত্যের নাম গুলো মনে আছে নিশ্চয়? Burj Khalifa, Burj Al Arab, Emirates Office Tower [Emirates Towers], Dubai Tower, এসবের সাথে সাথে Palm Island এর সৃষ্টি রহস্য উপভোগ্যই বটে।
৮. ইস্তাম্বুল
ইস্তানবুলের মূল আকর্ষণ অবশ্যই মসজিদ, সুন্দর প্রাসাদ,স্বাদে অতুলনীয় রেস্টুরেন্টগুলো,এবং স্থানীয় বন্ধুত্বপূর্ণ লোকজন। ইউরোপের শহরগুলোর মধ্যে এর স্থান ৩য়, আর পুরো বিশ্বের পর্যটনের তালিকায় এর স্থান ৮ম। ৭.৫ মিলিয়ন পর্যটক সারাবিশ্ব থেকে এখানে আসে এর ভিন্ন সংস্কৃতিকে উপভোগ করার জন্য।
৯. হংকং
হংকং শহর প্রতিবছর ৭ মিলিয়ন পর্যটককে আকর্ষণ করে। বিশ্বের অন্যতম প্রধান অর্থনৈতিক কেন্দ্রবিন্দু এই হংকং শহর। সএবং এই শহর তার আধুনিক জীবনযাত্রার স্টাইলে গড়ে উঠা সম্পূর্ণ শহুরে কালচারের পাসাপাশি প্রাচীন ঐতিহ্যকেও সমানভাবে বাচিয়ে রেখেছে, যা এই শহরের অত্যাশ্চর্য ব্যক্তিগত বৈশিষ্ট্য । সেই সাথে আছে বিস্তৃত সবুজ গ্রামাঞ্চল, পর্বত আর অপার প্রাকৃতিক সৌন্দর্য।
১০. সাংহাই
চীনের Yangtze নদীর মুখে অবস্থিত সাংহাইয়ে ৬.৭ মিলিয়ন দর্শক আসে প্রতিবছর।
এর জনপ্রিয় পর্যটক আকর্ষণের অন্যতম হল The Bund এবং The City God Temple। সেই সাথে চীনের ঐতিহ্য, চীনা খাবার, আলাদা সংস্কৃতি, সমান ভাবেই পর্যটকদের কাছে জনপ্রিয়।