ঢাকা: নয় বছর বয়সেই ‘ও’ লেভেল পাশের বিশ্ব রেকর্ড গড়েছে পাকিস্তানের এক ক্ষুদে শিক্ষার্থী। দেশটির প্রভাবশালী দৈনিক ডন শনিবার এক প্রতিবেদনে জানিয়েছে, রায় হ্যারিস মনজুর নামের ওই শিক্ষার্থী সম্প্রতি ইউনিভার্সিটি অফ ক্যামব্রিজ থেকে এ ডিগ্রি অর্জন করে। পাকিস্তানের রাউয়ালপিন্ডিতে ২০০৪ সালের ১৬ আগস্ট জন্মগ্রহণ করে এ বিস্ময় বালক।
প্রতিবেদনে বলা হয়েছে, ২০১২ সাল পর্যন্ত একটি প্রাইভেট স্কুলে পড়ালেখা করে ওই ক্ষুদে শিক্ষার্থী। এরপর তার বাবা মা তাকে স্কুল থেকে বাড়িতে নিয়ে পড়ালেখা করান। এতেই মাত্র ১৭ মাসে সে শেষ করে সাতটি ক্লাস।
হ্যারিসের বাবা রায় মনজুর নাসির ডনকে বলেন, “সাধারণত ১৭ থেকে ১৮ বছর বয়সে ‘ও’ লেভেল পাস করে থাকে শিক্ষার্থীরা। এর মানে হলো একজন শিক্ষার্থীকে ‘ও’ লেভেল পাস করতে অন্তত ১৪ বছর স্কুলে কাটাতে হয়।”
হ্যারিস বলছে, বিশ্ব রেকর্ড গড়তেই সে প্রতিদিন পড়ালেখা করেছে।
“আমি একজন আইনজীবী হতে চাই।এজন্য আগামী চার বছরের মধ্যেই লন্ডন থেকে ব্যারিস্টারি ডিগ্রি অর্জন করতে চাই।”
ক্ষুদে শিক্ষার্থীর ‘ও’ লেভেল পাসের রেকর্ডে সর্বশেষ নাম ছিল পাঞ্জাবের শিতারা ব্রজ আকবারের। সে মাত্র ১১ বছর বয়সেই এ যোগ্যতা অর্জন করে।
ব্রজ আকবারের রেকর্ড জানার পরই মনজু্র নাসির সিদ্ধান্ত নেন; ছেলে রায় হ্যারিসকে বিশ্বে সবচেয়ে কম বয়সে ‘ও’ লেভেল পাস করাবেন তিনি।