বিশ্বমিডিয়ায় বাংলাদেশের নির্বাচনের কড়া সমালোচনা

05/01/2014 10:29 pmViews: 5

বিশ্বমিডিয়ায় বাংলাদেশের নির্বাচনের কড়া সমালোচনাডেস্ক : বাংলাদেশে নির্বাচন নিয়ে কড়া সমালোচনায় মুখর বিশ্বমিডিয়া। রোববার সকাল থেকেই বাংলাদেশের সহিংসতা নিয়ে প্রতিবেদন প্রকাশ করছে বিদেশি সংবাদমাধ্যমগুলো। বাংলাদেশের এক তরফা নির্বাচনকে প্রহসনের নির্বাচন উল্লেখ করে এর বৈধতা নিয়েও প্রশ্ন তুলেছে তারা।

যুক্তরাষ্ট্রভিত্তিক প্রভাবশালী সাময়িকী ফিনান্সিয়াল টাইমস রোববার অনলাইন সংস্করণে বলেছে, ভোটকেন্দ্র দখল, অগ্নিসংযোগ, ব্যালট পেপার ছিনতাইয়ের মধ্যে দিয়ে রোববার সকাল আটটা থেকে বাংলাদেশে শুরু হয়েছে দশম জাতীয় সংসদ নির্বাচন। বিরোধীদলহীন এ নির্বাচন পরিণত হয়েছে সহিংসতা আর গ্রেফতারের নির্বাচনে।

‘বাংলাদেশের নির্বাচনে বর্জন, সহিংসতা’ শিরোনামে যুক্তরাষ্ট্রের প্রভাবশালী সাময়িকী এসোসিয়েট প্রেস (এপি) রোববার অনলাইন সংস্করণে বলেছে, বাংলাদেশে বিরোধী দলের বর্জনের নির্বাচনে বিরোধীদের উপর গুলি চালিয়েছে পুলিশ এবং ১০০টি ভোটকেন্দ্রে সহিংসতা হয়েছে। যা নির্বাচনকে ‘প্রহসনের নির্বাচনে’ পরিণত করেছে। একই মত দিয়েছে যুক্তরাষ্ট্রের এবিসি নিউজও। যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, বাংলাদেশের বিরোধীদলের বর্জনের এ নির্বাচনে চলছে সহিংসতা। শুধু রোববারেই চারজন মারা গেছে।

কাতার ভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা ‘বাংলাদেশর নিবার্চনে মৃত্যু’ শিরোনামে তাদের অনলাইন সংস্করণে বলেছে, এক তরফা এ নির্বাচনে পুলিশের সঙ্গে বিরোধীদের সংঘর্ষে কমপক্ষে ১১ জন নিহত হয়েছে। সহিংসতা হয়েছে কমপক্ষে এক হাজার ভোটেকেন্দ্রে। এই অবস্থা দক্ষিণ এশিয়ার দেশটিকে গভীর সংকটের দিকে নিয়ে যাবে বলেও আশঙ্কা প্রকাশ করেছে তারা।

– See more at: http://www.sheershanews.com/2014/01/05/20602#sthash.BrVG2cfI.dpuf

Leave a Reply